জানা যায় ঢাকার ঐতিহ্যবাহী সানমুন টেইলার্সের অবিকল নকল নাম ব্যাবহার. করে এবং এদের শাখা পরিচয় দিয়ে সানমুন জেন্টস. লেডিস এবং পাঞ্জাবী টেইলার্স এর নামে এ প্রতারণার জাল বিস্তার. করেছে জৈনক ফারুক নামধারী ব্যাক্তি ।
অনুসন্ধানে আরো জানা যায় গ্রাহকদের দামী কাপরের পরিবর্তে একই ডিজাইনের নকল কাপর সেলাই করে উক্ত টেইলারিং হাউজ গুলো। গ্রাহকদের. সরলতার সুযোগে এ হীন প্রতারণার শিকার প্রতিদিন কেউ না কেউ হচ্ছে। প্রতিবাদ করলে প্রভাবশালী রাজনৈতিক. নেতা এবং সন্ত্রাসী দ্বারা নাজেহাল করা হয়। এমন অবস্থা চলছে শুরু থেকেই। দেখার কেউ নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন