শনিবার, ১৮ জুন, ২০১৬

নরসিংদীতে ১০৫০ পিস ইয়াবাসহ আটক ৩



 নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুর থেকে ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী কে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্ররবার রাতে উপজেলার মোহড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার। এসময় তার কাছ থেকে ১০৫০ পিস নিষিদ্ধ যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলো মোহড়পাড় এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে জুলহাস গাজী(২৮),
একদুয়ারিয়ার মমতাজ উদ্দিন এর ছেলে বেলায়াত হোসেন(২৬) ও দৌলতপুর হাজী বাড়ির এনামুল হকের ছেলে মাজহারুল ইসলাম(২৯)। গোয়েন্দা পুলিশ জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ গোপনে বিভিন্ন স্থানে নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট ইয়াবা বিক্রি করে আসছিল। উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার বৃহস্পতিবার বিকেলে ক্রেতা সেজে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন এনামুল ও জুলহাসকে । তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্ররবার রাতে অভিযান চালিয়ে আটক করা হয় মাজহারুল কে। এসময় তার ঘর তল্লাশী চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জেলা গোযেন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোায়র হোসেন জানান, আটককৃত জুলহাস,মাজহারুল, ও এনামুল মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের কে অভিযান চালিয়ে আটক করতে স¶ম হয়েছি আমরা। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন