শুক্রবার, ১০ জুন, ২০১৬

নরসিংদীর শিবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা


নরসিংদীর শিবপুরে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত শামীম মিয়া (৩২)স্থানীয় আইয়ূবপুর ইউনিয়ন বিএনপির জিয়া পরিষদের আহ্বায়ক ছিলেন। শুক্রবার সকালে উপজেলার নোয়াদিয়া কান্দাপাড়া থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা।তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে শিশু সন্তান রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে কে বা কারা শামীম মিয়াকে বাড়ি থেকে ডেকে নেয়। পরদিন শুক্রবার সকালে পথচারীরা বাড়ির পাশে কান্দাপাড়া শামীমের রক্তাক্ত লাশ দেখতে পান।

খবর পেয়ে শিবপুর মডেল থানার ওসি খোন্দকার ইমাম হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

শামীমের স্ত্রী পারুল বেগম সাংবাদিকদের জানান, জমি বন্ধক নিয়ে এলাকার ফারুক, আমান উল্লাহ, জাইদুল ও সোহরাবের  সঙ্গে তার স্বামীর দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে তার স্বামীকে হত্যা করা হতে পারে বলে তিনি ধারণা করছেন।

শিবপুর মডেল থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, শামীমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও খুনিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন