বুধবার, ১৫ জুন, ২০১৬

জাকাত আদায় করুন গোপনে


 
আমিন ইকবাল : ডাক-ঢোল পিটিয়ে নয়;
 গোপনে জাকাত আদায়ের পরামর্শ দিয়েছেন প্রিয় ডটকম প্রিয় ইসলামের এডিটর ইনচার্জ বরেণ্য আলেম, মাওলানা মিরাজ রহমান। আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডটকম আয়োজিত রমজানবিষয়ক বিশেষ আয়োজন ‘আমাদের রমজান’-এ তিনি বলেন, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসূল (সা.) বলেছেন, ‘তোমরা যেসব দান-সদকা (জাকাত) প্রদান করবে সেগুলো যত বেশি সম্ভব গোপনে আদায় করার চেষ্টা করো। এমন গোপনে করো যেÑ ডান হাতের দানের বিষয়ে বাম হাত টের পাবে না।’

মাওলানা মিরাজ রহমান বলেন, একজন গরীব লোককে এতটুকু পরিমাণ জাকাতের অর্থ দেয়া উচিত, এর দ্বারা যেন ওই লোকের আর্থিক সচ্ছলতা তৈরি হয়। তাকে যেন অন্যকারও কাছে হাত পাততে না হয়। সেজন্য একত্রে অনেক লোকের মাঝে অল্প মূল্যের কাপড়, পণ্য ইত্যাদি বিতরণ না করে এক/দু‘জনকে পুষিয়ে জাকাতের অর্থ প্রদান করা যেতে পারে।
কাদেরকে জাকাত দেয়া যাবে? এমন প্রশ্নের উত্তরে মাওলানা মিরাজ রহমান বলেন, পবিত্র কুরআনে আট শ্রেণির লোকদেরকে জাকাত দেয়ার কথা উল্লেখ হয়েছে। ১. ফকির ও ২. মিসকিনদের জাকাত দেয়া যাবে। (ইসলামি শরিয়তের পরিভাষায় ফকির এমন ব্যক্তিকে বলা হয় যার কাছে কিছু সম্পদ বা অর্থ রয়েছে, তবে এই সম্পদ তার জীবন চলার জন্য যথেষ্ট নয়। আর মিসকিন বলা হয় যার কাছে কোনো সম্পদ-ই নেই, তার জীবন চলার পুরোটাই নির্ভর করে অন্যের কাছে হাত পাতার উপর।) ৩. জাকাত কালেকশন বা বন্টনের কাজে নিয়োজিত লোকদের জাকাত দেয়া যাবে। ৪. ইসলামের প্রতি আকর্ষিত হয়ে যারা মুসলমান হয়েছে (নওমুসলিম) তাদেরকে জাকাত দেয়া যাবে। ৫. দাস বা কয়েদি মুক্তির জন্য জাকাত দেয়া যাবে। ৬. ঋণগ্রস্তদের ঋণ দূর করার জন্য জাকাত দেয়া যাবে। ৭. আল্লাহর রাস্তায় জাকাতের অর্থ ব্যয় করা যাবে। (ইসলামের প্রচার-প্রসার ও মুসলমানদের কল্যাণ হয়Ñ এমন সকল খাতকে আল্লাহর রাস্তা বলা হয়।) ৮. মুসাফিরকে জাকাত দেয়া যাবে।
আমাদের অর্থনীতির সিনিয়র সহ-সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুবের উপস্থাপনায় তিনি আরও বলেন, জাকাত দেয়া প্রত্যেক মুসলমানের উপর ফরজ নয়। যাদেরকে আল্লাহ সামর্থ্য বা সচ্ছলতা (নেসাব পরিমাণ সম্পদ) দিয়েছেন তারাই জাকাত দেবেন। জাকাত ফরজ হওয়ার পরও যারা জাকাত আদায় করে না, তাদের বিষয়ে হাদিসে বলা হয়েছে তাদের এই সম্পদকে লোহার পাত বানানো হবে এবং সেগুলো গরম করে ওই লোকের শরীরে ছ্যাকা দেয়া হবে।’ এই করুণ দৃশ্যের কথা স্মরণ রেখে আমাদের জাকাত দেয়া উচিত। আল্লাহ আমাদের শুভ বুদ্ধির উদয় করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন