সোমবার, ১৩ জুন, ২০১৬

যৌনক্রিয়ায় মেয়েরাই বেশি অভিজ্ঞ!


যৌনতায় পুরুষদের থেকে মহিলারাই বেশি পারদর্শী হন৷ শুধু তাই নয়, যৌনতা নিয়ে কল্পনার ক্ষেত্রেও মোটেও পিছিয়ে নেই মহিলারা৷ পুরুষের মত মহিলারাও সেক্স ফ্যান্টাসিতে ভোগেন৷ সম্প্রতি সুইডেনের উপ্পাসালা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাতেই উঠে এসেছে এই তথ্য৷ গবেষণায় দেখা গিয়েছে, পর্নোগ্রাফি মানুষের যৌন আচরণকে অনেক বেশি পরিমাণে প্রভাবিত করে৷
তাই কল্পনার ক্ষেত্রেও ছেলে ও মেয়েদের মধ্যে তেমন কোনও তফাৎ চোখে পড়ে
না৷যারা নীল ছথবি দেখেন না তাদের তুলনায় যারা এই ধরনের ছবি দেখেন তাদের মনোভাব অনেকবেশি ইতিবাচক৷ সুইডেনেরউপ্পাসালা বিশ্ববিদ্যালয়ের গবেষক ম্যাগডালেনা ম্যাট্টেবোর মতে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই যাদের যৌন সম্পর্কের অভিজ্ঞতা হয়েছে তাদের অধিকাংশই মনে করে যে ছেলে ও মেয়েরা সমানভাবেই যৌনতা সম্পর্কে আগ্রহী৷ লিঙ্গ-সমতার ক্ষেত্রে গবেষণায় প্রাপ্ত এই তথ্য অনেকটাই ইতিবাচক৷
ম্যাট্টোবা সুইডেনের আপার সেকেন্ডারি স্কেল্র ১৬ বছর বয়সের প্রায় ৮০০ ছাত্রছাত্রীর যৌন অভিজ্ঞতা ও পর্নোগ্রাফি তারা
দেখতে যায় ততটা দেখতে পারে না৷ তিনি আরও জানান, যৌনতা সম্পর্কে কল্পনাপ্রবণতায় ছেলে ও মেয়েদের মধ্যে কোনও তফাৎ নেই। গবেষণায় দেখা গেছে, বিভিন্ন ধরনের যৌনক্রিয়ায় ছেলেদের তুলনায় মেয়েরাই অনেক বেশি অভিজ্ঞ। গবেষণার এই তথ্য যথেষ্ট অপ্রত্যাশিত বলে তিনি জানিয়েছেন |

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন