![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDcQ_QcQC3TJKFfU_UvfVYK02MP6x1TbDN39O-i3TL5_VnpzlTtdwvqiHE4NzH0pPRSAxKS1Az4CJTYnWP50ZuysFwgmOqrHqskvP7KtoUI-2DP1xwOA9PTava1It9ic8gqLdXw0_oxiY/s320/20160407161203-picsay.jpg)
পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে দুই কেজি গাঁজা সহ আলম (২৮) ও সুমন (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পলাশ থানা পুলিশ। গতকাল রবিবার রাতে উপজেলার ঘোড়াশাল ভাগদী নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃত আলম ব্রাক্ষবাড়ির বিবাড়িয়া এলাকার আবুল মিয়া ও সমুন সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, আটকৃতরা গোপণে র্দীঘদিন যাবৎ নরসিংদীর সহ বিভিন্ন জেলায় মাদক
সাপলাই দিয়ে আসছে। রবিবার রাতে পলাশের ঘোড়াশালে মাদক নিয়ে আসার সময় গোপন সংবাদে পলাশ থানার এস আই জাকির হোসেন গাঁজা সহ আটক করে।
পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন