নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্তি করা হয়েছে। আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই দিনব্যাপী বর্ধিত সভা ও কর্মশালায় কেন্দ্রীয় কমিটি এই ঘোষণা দেন। এরই জের ধরে সভায় জেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুন ও যুগ্ম আহ্বায়ক রেহানুল ইসলাম ভূঞা লেলিনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ছাত্রলীগ সূত্রে জানা যায়, গত রবিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ছাত্
রলীগের দুই দিনব্যাপী বর্ধিত সভা ও কর্মশালা শুরু হয়। এতে জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। সভার প্রথম দিন প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নিকট জেলা ছাত্রলীগের বিভক্তি ও দুদর্শার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রেহানুল ইসলাম ভূঞা লেলিন। আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত অধিবেশনের দ্বিতীয় দিন পৃথকভাবে সাংগঠনিক কমিটির প্রতিবেদন জমা দিয়েছে জেলা ছাত্রলীগের দুই প¶। কেন্দ্রীয় কমিটি এর কারণ জানতে চাইলে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রেহানুল ইসলাম ভূঞা লেলিন জানায়, জেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুন নরসিংদী সরকারি কলেজ শাখার ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছিল। এই কারনে সাংগঠনিক বিষয়ে মতের মিল হচ্ছে না । ফলে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক (ইসহাক খলিল বাবু) দুই জন নিজেদের মর্জি মতো জেলা ছাত্রলীগ চালাচ্ছে। ওই সময় তাঁরা তাঁদের বক্তব্যের ¯^প¶ে প্রমাণ উপস্থাপন করেন। জবাবে জেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুন অভিযোগ অ¯^ীকার করে বলেন, তাঁরা নরসিংদী থাকেনা, ঢাকা থাকে। তাই তাদের সঙ্গে একত্রে কাজ করা যাচ্ছেনা। জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল-আমিন ভূঞা জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সভায় প্রথমে নরসিংদী জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি স্থগিতের ঘোষণা দেয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরই জের ধরে সভায় জেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুন ও যুগ্ম আহ্বায়ক রেহানুল ইসলাম ভূঞা লেলিনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ অবস্থায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদেরকে অধিবেশন স্থল থেকে বের করে দেয়। পরে সম্মেলনে উপস্থিত অন্যান্য জেলার ছাত্রলীগের নেতাদের দাবীর প্রের্¶িতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ নরসিংদী জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন