প্রতিটি দর্শকের হাতে একটি করে বর্ণাঢ্য উপকরণ দিয়ে সেখান থেকে বাছাই করা হয়েছে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের জন্য চারজন দর্শক। ‘ইত্যাদি’র নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন সূত্রে জানা গেছে, নির্বাচিত এ দর্শকদের সঙ্গে পরবর্তী পর্বে অংশ নেবেন মমতাজ। তবে এবার ইত্যাদির দর্শকরা তাকে দেখবেন ভিন্নরূপে। গান নয়, অভিনয়ে। উল্লেখ্য, এক সময় প্রিয়জনের সঙ্গে
যোগাযোগের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম ছিল খাম বা চিঠি। এই চিঠিকে কেন্দ্র করেই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মমতাজ নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে তাৎক্ষণিকভাবে চারটি ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছেন। দর্শক এবং মমতাজের তাৎক্ষণিক অভিনয় পর্বটিকে প্রাণবন্ত করে তোলে। উপস্থিত কয়েক হাজার দর্শক এ পর্বটি বেশ উপভোগ করেন। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। প্রতিবারের মতো এবারও ‘ইত্যাদি’র বিশেষ এ পর্বটি বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন