বুধবার, ১৫ জুন, ২০১৬

টাবুর বিয়েভীতি


বিনোদন ডেস্ক

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী টাবু। ৪৩ টি বসন্ত পার হয়ে গেলেও এখনো বিয়ে করেননি তিনি। কিন্তু কি এর কারণ? সম্প্রতি জানা গেলো এই প্রশ্নের উত্তর। জানালেন, তার মনে বিয়েভীতি রয়েছে। তিনি নাকি পুরুষদের মোটেও বিশ্বাস করেন না!
 
কিন্তু বিয়ে করতে কিসের ভয় টাবুর? এর কারণ অবশ্য বলিউড তারকাদের একের পর এক বিচ্ছেদ। এইসব খবর শুনে বিয়ে করার উৎসাহ হারিয়ে ফেলেছেন তিনি। তাই আগামীতেও বিয়ে থেকে দূরে থাকতে চান টাবু। 
 
জানা গেছে, ছোটবেলায়ই টাবুর বাবা-মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যায়। ফলে টাবু ও তার ছোট বোন ফারাহ নাজ অসহায় হয়ে পড়েন। জীবনের সঙ্গে সংগ্রাম করে বড় হয়ে অভিনয়ের সঙ্গে জড়ান টাবু। 
 
এ প্রসঙ্গে তিনি জানান, ‘আমি খুব অল্প বয়সেই বাবা-মায়ের বিচ্ছেদ দেখেছি। শুধু তাই নয়, বলিউডের দম্পতিরাও খুব একটা সুখে নেই। এ বিষয়গুলো আমার মনে ভীতির সঞ্চার করছে। সে কারণে আমি সব পুরুষের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছি।’
 
উল্লেখ্য, নব্বইয়ের দশকের অন্যতম সফল অভিনেত্রী টাবু আবেদনময়ী উপস্থাপন ও দক্ষ অভিনয়শৈলী দিয়ে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। 'মাচিস' ও 'চাঁদনি বার' ছবিতে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।
 
এছাড়া বিভিন্ন ছবিতে অভিয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ একাধিক দেশি-বিদেশি পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। জীবনে বিয়ে না করলেও ক্যারিয়ারের বিভিন্ন সময়ে দক্ষিণ ভারতের অভিনেতা নাগার্জুন, অভিনেতা সঞ্জয় কাপুর ও নির্মাতা-প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে টাবুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন