![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQSUn-rToFVo3e4o0biNKB6bHR5OqApcXr3jkrkr6FKa_KxBOLsjmsPhb7SoJPh2Apy0_ssoVdGUi9vpCaYxnQI-_FaR_ueBUdzbv0d4F0afvtF4RDNZnGI5dIA-SMgumeZyUirdwNwac/s320/20160527132552-picsay.jpg)
নরসিংদী শহরের শালিধা পৌর বাস টার্মিনালের পর থেকেই নরসিংদী-মদনগঞ্জ সড়কের দু’পাশে পৌরসভার ময়লা-আবর্জনা ফেলা হয়। এতে সড়ক থেকে আবর্জনার স্তূপ উঁচু হওয়ায় সৃষ্টি হয়েছে
জলাবদ্ধতা। জলাবদ্ধতা স্থায়ী হওয়ায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে এ সড়কে চলাচলকারী ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও রিকশা চলাচল ব্যাহত হচ্ছে। বৃষ্টির পানির সঙ্গে ময়লা মিশে কাদার স্তূপের সৃষ্ট দুর্গন্ধে পথচারীরা পড়ছেন বিপাকে। এ সড়ক দিয়ে নরসিংদী, মাধবদী ও আড়াইহাজারের মানুষ দৈনন্দিন যাতায়াত করেন। পাশাপাশি বাবুরহাটের কাপড় এবং নরসিংদী ও মাধবদীর সহস্রাধিক শিল্প-কারখানার মালপত্র পরিবহন করা হয়। পাশাপাশি নরসিংদী জেলা শহরের প্রবেশের সড়কটির বেহাল অবস্থার কারণে পথচারী ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিমেন্টবাহী ট্রাকের চালক আজিজুল মিয়া বলেন, ‘মুন্সীগঞ্জের কারখানা থেকে সিমেন্ট নরসিংদী বাজারে নিয়ে যাচ্ছি। ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়ার যানজট এড়াতে মদনগঞ্জ সড়ক দিয়ে এসেছিলাম, কিন্তু বড় গর্তে চাকা আটকে গেছে। যানজট থেকে বাঁচতে এখন আরও বড় বিপদে পড়েছি।
নরসিংদী থেকে বাবুরহাটে কাপড় নিয়ে যাচ্ছিলেন নছিমনচালক আরমান মিয়া। তিনি বলেন, ‘এটুকু জায়গায় গাড়ি ধইর্যা যাওন যায় না, মনে হয় এই বুঝি গাড়ি উল্টায়া যাইতাছে। আর গাতার মধ্যে পড়লে রক্ষা নাই। হয় যন্ত্রপাতি ভাঙব, না হয় ইঞ্চিনে পানি ঢুইক্কা বন্ধ হইয়া যাইব।’
স্থানীয় এলাকাবাসী সানোয়ার মিয়া বলেন, সড়কের এ অংশে পানির সঙ্গে ময়লা মিশে কাদার স্তূপ হওয়ায় হেঁটে মানুষের চলাচলের সুযোগ নেই। এগুলো ডিঙিয়ে অল্পসংখ্যক যান চললেও তাদের বেশিরভাগই গর্তে আটকা পড়ছে। নরসিংদী চেম্বারের পরিচালক ও সারা টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সোহেল বলেন, নরসিংদী-মদনগঞ্জ সড়ক দিয়ে নরসিংদী-মাধবদী অঞ্চলের শিল্প-কারখানার মালপত্র পরিবহনের পাশাপাশি লক্ষাধিক মানুষও চলাচল করেন; কিন্তু গুরুত্বপূর্ণ সড়কটির শালিধায় দুর্গন্ধে ও বেহাল দশায় সবাইকে সীমাহীন কষ্ট পোহাচ্ছে হচ্ছে। নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল বলেন, আবর্জনা সরিয়ে সড়কটি যান চলাচলের উপযোগী করার কাজ শুরু করা হচ্ছে। পাশাপাশি দ্রুত সড়কটি সংস্কারের কাজও শুরু করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন