রিপোর্টার:
পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) পরিচালিত মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় দিশারী প্রকল্পের উদ্যোগে ১৬ জুন এস কে এস মিলনায়তনে এক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
ডা. আবুল হাসেম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মতিউর রহমান জাকির, সহ সম্পাদক শাহজাহান মিয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সৈয়দা মুনিরা বেগম, সদস্য ডা. বিউটি বেগম, মিনা আক্তার ও আমীর হোসেন মেম্বার প্রমুখ। দিশারী প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রিয়াজুল ইসলাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত
সভায় বক্তাগণ বলেন হাজিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও ফার্মাসিস্ট দীর্ঘদিন যাবত না থাকায় রোগীরা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য উপ-পরিচালকের প্রতি অনুরোধ জানানো হয়। সভায় সংগঠনের বিগত তিন মাসের কার্যক্রম বিস্তারিত তুলে ধরা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন