শুক্রবার, ২৪ জুন, ২০১৬

নরসিংদীতে সড়ক র্দুঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩



নিজে¯^ প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ চিকিৎসক ও চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের কুন্দারপাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস দূর্ঘটনাস্থল  থেকে আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই বঙ্গবন্ধু মেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজিষ্ট ডা. কলিমুল্লাহ(৫০) ও চালক নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে গাইনী বিশেষজ্ঞ ডা. স্মৃতি কণার(৪০) মুত্য হয়। নিহত চালক মিজান ও ডা
. স্মৃতি কণার সম্পূর্ণ পরিচয় এখনো পাওয়া যায়নি। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান নিহদের নাম নিশ্চিত করেছেন। আহতের প্রথমে নরসিংদী ১০০ শয্য বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলো জাতীয় হৃদরোগ ইন্সটিউটের চিকৎসক ও ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা ডা. তানভীর (৩৫), কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি এলাকার ডা. মোস্তাফিজুর রহমান(৩২) নেত্রকোনা বাওশিবাজার এলাকার ডা. বিজন চন্দ্র সাহা(৪০) তার মা অনিমা সাহা(৫০) ও কাজের মেয়ে লাকী (১২)। নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, আহতের জরুরী চিকিৎসা প্রদান করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ডা. স্মৃতি রাণীর অবস্থা বেশ আশংকাজনক ছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন