নিজ¯^ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে অব¯ি’ত দেশের সর্ববৃহৎ ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। আর এই বিদ্যুৎ কেন্দ্রের প্রায় হাজারও পরিবারের কিশোর কিশোরী রয়েছে রুম বন্ধী হয়ে । কথা হয় ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের চাকরীজীবী মস্তফা বাঘমার এর সাথে তিনি অনেকটা ক্ষোব নিয়ে বলেন, ঘোড়াশাল পৌরসভায় অব¯ি’ত দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হলো ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র আর এই প্রতিষ্ঠানের প্রায় হাজারও পরিবারের কিশোর কিশোরী রয়েছে রুম বন্ধী হয়ে। তিনি আরও বলেন প্রতিষ্ঠান শুরু
হওয়ার সময় কিশোর কিশোরীদের জন্য ছোট আকারে ৪ থেকে ৫টি খেলাধুলার মাঠ করে থাকলেও তার সঠিক কোন সংস্কার না থাকায় খেলার মাঠগুলোতে দুর্বাঘাসে প্রায় জঙ্গল হয়েগেছে। কিশোর কিশোরীদের খেলাধুলার জন্য তখন অনেক কিছু থাকলেও সঠিক কোন পরিচালনা না করায় এখন কিছুই নাই। এবং বিদ্যুৎ কেন্দ্রের একটি বড় খেলার মাঠ থাকলেও গত দুইবছর আগে নতুন যুবকদের চাকরী হওয়ার পর থেকে বড় মাঠটিও তাদের দখলে চলে যায়। তাই অনেকটা রুম বা বারান্দায় সময় কাটাতে হয় কিশোর কিশোরীদের। খেলাধুলা না করতে পেরে ও রুম বন্ধী হয়ে থাকার কারণে অনেক মেধাবী কিশোর কিশোরীদের মেধা কমে যা”েছ দিন দিন তাই এমন অব¯’ায় প্রতিষ্ঠান ও সিবিএ নেতাকর্মীদের শুদৃষ্টি কামনা করছেন প্রতিষ্ঠানের হাজারও পরিবার। এব্যাপারে সিবিএর সাধারণ সম্পাদক ফরিদ হোসেন জানান, শিশুদের খেলাধুলার মাঠগুলোর জন্য আমরা অনেক আগেই দরখাস্ত দিয়েছি, কিš‘ এখনো খেলাধুলার মাঠ সংস্কার করা হয় নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন