মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬

বিভ্রম,উত্তরণ ও প্রেমের গল্প নিয়ে আসছে “কল্প না”!




                                                                         চারণ গোপাল চক্রবর্তীঃ
নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘কল্প না’। মুক্তিযুদ্ধ পরবর্তি প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিভ্রম ও তা থেকে উত্তরণের গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। দেশপ্রেমের সঙ্গে নর-নারীর প্রেমের মেলবন্ধনে এগিয়ে যাবে ছবিটির গল্প। এক অনন্য মাত্রায় ছবির গল্পে আনা হয়েছে বিরাট সাহসিকতা ও নতুনত্ব। নেত্রকোনার সুসং দুর্গাপুরের মনোরম পরিবেশে এগিয়ে চলছে ছবির কাজ। আইটেম গান সহ শেষ হয়েছে প্রায় অর্ধেকের বেশি দৃশ্যধারনের কাজ। খান জেহাদ পরিচালিত ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছে ‘বিদ্রোহী পদ্মা’ খ্যাত অভিনেত্রী আইরিন তানি ও ‘গাড়িওয়ালা’ খ্যাত ইমরান ইমু।ছবিটির কিছু অংশের কাজ হবে মেহেরপুর।ছবিটির আইটেম গানে নৃত্য করেছেন মডেল রাখি চৌধুরি ।




জা,বি’র নাট্যকলার ছাত্র ইমরান ইমু চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন ইউসুফের “গেরিলা” ছবির মাধ্যমে বড় পর্দায় আসে।মৃদুভাষি এই মঞ্চাভিনেতা নিজ অভিনয়ে জায়গা করে নিতে চায় বড়পর্দার দর্শকদের মনে।জাতীয় চলচ্চিত্র পুরুস্কার প্রাপ্ত আশরাফ শিশিরের “গাড়িওয়ালা” তে সে তার অভিনয় নৈপুণ্য দেখিয়েছে এবং সেরা প্বার্শ অভিনেতা হিসাবে যুক্তরাস্ট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরুস্কার-২০১৪ তুলে নিয়েছে।এছাড়া তিনি “অল্প অল্প প্রেমের গপ্ল”,”সীমান্তে চড়ুইভাতি” “আলফা” ও মুক্তির অপেক্ষায় থাকা “আমরা একটা সিনেমা বানাবো” তে অভিনয় করেছেন।“কপ্ল না” ছবিতে তিনি একজন তরুণ চরিত্রে অভিনয় করছেন।তার চরিত্র’টির নামও ইমরান।হালের তরুণ’রা কিভাবে বিপথগামী হয় তাই তার চরিত্রে ফুটিয়ে তুলতে তিনি চেস্টা করছেন।

২০০৭ সালের ‘বিদ্রোহী পদ্মা’ ছবির মাধ্যমে বড় পর্দায় আসে অভিনেত্রী আইরিন তানি। বাদল খন্দকারের ওই ছবিতে নজর কেড়েছিলেন এই নবাগতা।‘কল্প না’ নামে ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। এতে তার নায়ক ইমরান ইমু।এটি তার কেন্দ্রীয় চরিত্রে অভিনীত প্রথম চলচ্চিত্র। ছবিটিতে একাধারে নৃত্যশিল্পী এবং একজন বীরঙ্গণার ভূমিকায় অভিনয় করছে তানি।

তিনি এক ভিডিও বার্তায় প্রকাশ করেছেন এই ছবিতে অভিনয় করতে গিয়ে তার অনুভূতি।তিনি মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশর মা-বোনদের উপর যে অমানবিক নির্যাতণ করা হয়েছে তা তিনি আজ অনুভব করতে পারেন বলে জানান।
ছবিটিতে আর এক অনন্য চরিত্রে অভিনয় করছেন,গত বছর মুক্তিপ্রাপ্ত পরিচালক গোলাম মোস্তফা শিমুলের‘হরিযুপিয়া’ ছবির মাধ্যমে মঞ্চ ছেড়ে বড় পর্দায় আসা অভিনেতা কাজী রাজু।কাজী রাজু ‘হরিযুপিয়া’ তে প্রাধান চরিত্রে অভিনয় করে দর্শক ও বোদ্ধাদের জানান দিয়েছিলেন তার অভিনয়গূণ।“কল্প না” ছবিতে তিনি একজন রাজাকার চরিত্রে অভিনয় করছেন বলে জানিয়েছেন।

ছবির গান রেকর্ডিং শেষ।গত ২৬ এপ্রিল অন্তরা স্টুডিওতে ‘ভাষাহীন ভাষায় লেখা’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন শ্রোতানন্দিত গায়িকা ফাহমিদা নবী।মাহমুদের কথা ও সুরে এবং মাহমুদ-মারসেলের সংগীত পরিচালনায় দ্বৈত কণ্ঠের এই গানে ফাহমিদার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শাইক উদ্দিন শান।

পরিচালক বলেন,গানগুলো ভালো লাগেব শ্রোতাদের। আমি চেষ্টা করছি দৃশ্যায়ণে চমক রাখার। তিনি নিজের ছবি সম্পর্কে বলেন, দীর্ঘদিন ধরে ছোটপর্দার নানা কাজে হাত পাকিয়েছি। এবার নিজের আসল স্বপ্ন- চলচ্চিত্র নির্মাণ করতে নেমেছি। এটা অনেক দায়িত্বের ব্যাপার, সৃষ্টিশীলতার বিষয়। কতোটা নিখুঁত পারব জানি না, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব ছবিটি যাতে দর্শককে হলে টানে সেভাবে নির্মাণ করতে। তিনি বলেন, ছবিটিতে মুক্তিযুদ্ধ পরবর্তী দেশের সংকট ও উত্তরণের গল্প তুলে ধরা হচ্ছে। কল্পনা প্রসূত ও আশপাশের ঘটনা থাকছে গল্পে। তাই বলে এটা অবাস্তব নয়। এ কারণেই ছবির নাম ‘কল্প না’।

ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন হাফিজ শিশির। চিত্রগ্রাহক তপন আহমেদ।স্থিরচিত্র গ্রাহক এস,এম,আর পর্বত।অভিনয় করছেন ইমরান ইমু, আইরীন তানি, সৈকত সিদ্দিকী, জয়িতা মহলানবীশ, নূরে আলম নয়ন ,শিমুল খান, কাজী রাজু ও একটি বিশেষ চরিত্রে সৈয়দ হাসান ইমাম।ছবিটি নিয়ে কলা-কুশলী সকলেই আশাবাদ ব্যাক্ত করেছেন।বভ্রিম,উত্তরণ ও প্রমেরে গল্প নয়িে আসছে “কল্প না”!

শড়ষঢ়ড় হধ-০১

চারণ গোপাল চক্রর্বতীঃনর্মিতি হচ্ছে চলচ্চত্রি ‘কল্প না’। মুক্তযিুদ্ধ পরর্বতি প্রজন্মরে মাঝে মুক্তযিুদ্ধ সর্ম্পকতি বভ্রিম ও তা থকেে উত্তরণরে গল্প নয়িে নর্মিতি হচ্ছে চলচ্চত্রিট।ি দশেপ্রমেরে সঙ্গে নর-নারীর প্রমেরে মলেবন্ধনে এগয়িে যাবে ছবটিরি গল্প। এক অনন্য মাত্রায় ছবরি গল্পে আনা হয়ছেে বরিাট সাহসকিতা ও নতুনত্ব। নত্রেকোনার সুসং র্দুগাপুররে মনোরম পরবিশেে এগয়িে চলছে ছবরি কাজ। আইটমে গান সহ শষে হয়ছেে প্রায় র্অধকেরে বশেি দৃশ্যধারনরে কাজ। খান জহোদ পরচিালতি ছবটিতিে প্রধান চরত্রিে অভনিয় করছে ‘বদ্রিোহী পদ্মা’ খ্যাত অভনিত্রেী আইরনি তানি ও ‘গাড়ওিয়ালা’ খ্যাত ইমরান ইমু।ছবটিরি কছিু অংশরে কাজ হবে মহেরেপুর।ছবটিরি আইটমে গানে নৃত্য করছেনে মডলে রাখি চৌধুরি ।

ওগএথ৭৬৪৮

জা,ব’ির নাট্যকলার ছাত্র ইমরান ইমু চলচ্চত্রি নর্মিাতা নাসরি উদ্দনি ইউসুফরে “গরেলিা” ছবরি মাধ্যমে বড় র্পদায় আস।েমৃদুভাষি এই মঞ্চাভনিতো নজি অভনিয়ে জায়গা করে নতিে চায় বড়র্পদার র্দশকদরে মন।েজাতীয় চলচ্চত্রি পুরুস্কার প্রাপ্ত আশরাফ শশিরিরে “গাড়ওিয়ালা” তে সে তার অভনিয় নপৈুণ্য দখেয়িছেে এবং সরো র্প্বাশ অভনিতো হসিাবে যুক্তরাস্ট আর্ন্তজাতকি চলচ্চত্রি উৎসবে পুরুস্কার-২০১৪ তুলে নয়িছে।েএছাড়া তনিি “অল্প অল্প প্রমেরে গপ্ল”,”সীমান্তে চড়ুইভাত”ি “আলফা” ও মুক্তরি অপক্ষোয় থাকা “আমরা একটা সনিমো বানাবো” তে অভনিয় করছেনে।“কপ্ল না” ছবতিে তনিি একজন তরুণ চরত্রিে অভনিয় করছনে।তার চরত্রি’টরি নামও ইমরান।হালরে তরুণ’রা কভিাবে বপিথগামী হয় তাই তার চরত্রিে ফুটয়িে তুলতে তনিি চস্টো করছনে।

২০০৭ সালরে ‘বদ্রিোহী পদ্মা’ ছবরি মাধ্যমে বড় র্পদায় আসে অভনিত্রেী আইরনি তান।ি বাদল খন্দকাররে ওই ছবতিে নজর কড়েছেলিনে এই নবাগতা।‘কল্প না’ নামে ছবটিতিে গুরুত্বর্পূণ চরত্রিে অভনিয় করছনে তনি।ি এতে তার নায়ক ইমরান ইমু।এটি তার কন্দ্রেীয় চরত্রিে অভনিীত প্রথম চলচ্চত্রি। ছবটিতিে একাধারে নৃত্যশল্পিী এবং একজন বীরঙ্গণার ভূমকিায় অভনিয় করছে তান।ি

তনিি এক ভডিওি র্বাতায় প্রকাশ করছেনে এই ছবতিে অভনিয় করতে গয়িে তার অনুভূত।িতনিি মুক্তযিুদ্ধকালীন বাংলাদশের মা-বোনদরে উপর যে অমানবকি নর্যিাতণ করা হয়ছেে তা তনিি আজ অনুভব করতে পারনে বলে জানান।
ছবটিতিে আর এক অনন্য চরত্রিে অভনিয় করছনে,গত বছর মুক্তপ্রিাপ্ত পরচিালক গোলাম মোস্তফা শমিুলরে‘হরযিুপয়িা’ ছবরি মাধ্যমে মঞ্চ ছড়েে বড় র্পদায় আসা অভনিতো কাজী রাজু।কাজী রাজু ‘হরযিুপয়িা’ তে প্রাধান চরত্রিে অভনিয় করে র্দশক ও বোদ্ধাদরে জানান দয়িছেলিনে তার অভনিয়গূণ।“কল্প না” ছবতিে তনিি একজন রাজাকার চরত্রিে অভনিয় করছনে বলে জানয়িছেনে।

ছবরি গান রর্কেডংি শষে।গত ২৬ এপ্রলি অন্তরা স্টুডওিতে ‘ভাষাহীন ভাষায় লখো’ শরিোনামরে একটি গানে কণ্ঠ দয়িছেনে শ্রোতানন্দতি গায়কিা ফাহমদিা নবী।মাহমুদরে কথা ও সুরে এবং মাহমুদ-মারসলেরে সংগীত পরচিালনায় দ্বতৈ কণ্ঠরে এই গানে ফাহমদিার সঙ্গে কণ্ঠ দয়িছেনে শাইক উদ্দনি শান।

পরচিালক বলনে,গানগুলো ভালো লাগবে শ্রোতাদরে। আমি চষ্টো করছি দৃশ্যায়ণে চমক রাখার। তনিি নজিরে ছবি সর্ম্পকে বলনে, র্দীঘদনি ধরে ছোটর্পদার নানা কাজে হাত পাকয়িছে।ি এবার নজিরে আসল স্বপ্ন- চলচ্চত্রি নর্মিাণ করতে নমেছে।ি এটা অনকে দায়ত্বিরে ব্যাপার, সৃষ্টশিীলতার বষিয়। কতোটা নখিুঁত পারব জানি না, তবে আমি র্সবােচ্চ চষ্টো করব ছবটিি যাতে র্দশককে হলে টানে সভোবে নর্মিাণ করত।ে তনিি বলনে, ছবটিতিে মুক্তযিুদ্ধ পরর্বতী দশেরে সংকট ও উত্তরণরে গল্প তুলে ধরা হচ্ছ।ে কল্পনা প্রসূত ও আশপাশরে ঘটনা থাকছে গল্প।ে তাই বলে এটা অবাস্তব নয়। এ কারণইে ছবরি নাম ‘কল্প না’।

ছবটিরি কাহনিী, সংলাপ ও চত্রিনাট্য লখিছেনে হাফজি শশিরি। চত্রিগ্রাহক তপন আহমদে।স্থরিচত্রি গ্রাহক এস,এম,আর র্পবত।অভনিয় করছনে ইমরান ইমু, আইরীন তান,ি সকৈত সদ্দিকিী, জয়তিা মহলানবীশ, নূরে আলম নয়ন ,শমিুল খান, কাজী রাজু ও একটি বশিষে চরত্রিে সয়ৈদ হাসান ইমাম।ছবটিি নয়িে কলা-কুশলী সকলইে আশাবাদ ব্যাক্ত করছেনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন