আজ রোববার নির্বাহী হাকিম প্রিয়াংকা পালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।
নরসিংদী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইউনুছ আলী জানান, ভ্রাম্যমাণ আদালত রায়ে ইয়াবা সেবনের দায়ে মোরশেদ মিয়াকে (৩৫) ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। তিনি নরসিংদী শহরের বাসিন্দা।
শহরের বেপারীপাড়া মহল্লার বাসিন্দা রূপচার মিয়াকে গাঁজা সেবনের দায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া মাদক বিক্রির দায়ে খোকন মিয়াকে আট মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তিনি শহরের কান্দাপাড়া এলাকার বাসিন্দা।
পরিদর্শক ইউনুছ আলী আরো জানান, কৌশল প্রয়োগ করে তিনজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে আলাদা আলাদভাবে এক কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন