নিজ¯^ প্রতিবেদকঃ
দুর্নীতিদমন কমিশন বা দুদকের একটাই শ্লোগান রয়েছে ‘দুর্নীতি করবো না, দুর্নীতি করতে দিব না’। কিন্তু প্রথম লাইনটি আমরা যদিও র¶া করতে পারি, দ্বিতীয় লাইনটি আমরা র¶া করতে পারছি কি ? দুর্নীতির মাদকের মত, ক্যান্সারের মত, আমাদের দেশে বিস্তার লাভ করছে। যার কারণে এ কথা বলতে হয় দুর্নীতি ছিল, দুর্নীতি আছে এবং থাকবে। যেরকম আছে নরসিংদী গণপূর্ত ভবনে। দুর্নীতিবাজ
কর্মকর্তাদের আখড়ায় পরিণত হয়েছে এই গণপূর্ত ভবন। তত্ত্বাবধায়ক প্রকৌশলীর প্রতি কোন তোয়াক্কা না করে মোটা অংকের উৎকোচ গ্রহণ করেও নরসিংদীর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ¯^দেশ রঞ্জন বড়–য়া’র বিরুদ্ধে ঠিকাদারের পাওনা টাকার বিলে ¯^া¶র না করা সহ ব্যাপক দুর্নীীতর অভিযোগ পাওয়া গেছে। উপ-বিভাগীয় প্রকৌশলী নিজেই লোক দিয়ে কাজ করিয়ে নামধারী ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে বিল-ভাউচার করে দেদারছে টাকা উত্তোলন করে নিচ্ছেন। গণপূর্ত অধিদপ্তর,ঢাকা-এর প্রধান প্রকৌশলী এবং গণপূর্ত সার্কেল-৪,ঢাকা’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী বরাবর অভিযোগ করেও কোন সমাধান পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়ে দেশের সর্বোচ্চ ¶মতাধর ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রী ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ‘মেসার্স পারুল এন্ড ব্রাদার্স ’ এবং ‘রুপা এন্টারপ্রাইজ-এর প¶ে পারুল এন্ড ব্রাদার্স-এর সত্ত্বাধিকারী মো: খোরশেদ মৃধা। অভিযোগে প্রকাশ,গত অর্থ বছরে জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন সেকশনে এসি সার্ভিসিং মেরামত,নরসিংদী ফায়ার সার্ভিস কার্যালয়ে জরুরী মেরামত,গণপূর্তের নির্বাহী প্রকৌশলী দপ্তরে ইন্টারনেট কানেকশন ও আই পি এস সরবরাহ, পাম্প মটর মেরামত, জেলা কারাগারে দৈনন্দিন ইলেকট্রিক কাজ সহ বিভিন্ন কার্য সম্পাদন করে । যথাসময়ে বিল জমা দেয়ার পর তাতে ¯^া¶র করতে তাল বাহানা করে প্রকৌশলী ¯^দেশ রঞ্জন বড়–য়া। পরে নিরুপায় হয়ে ঠিকাদার গত বছর প্রথমে ৫০হাজার উৎকোচ দিলে কিছু বিলে ¯^া¶র করে নির্বাহী প্রকৌশলীর দপ্তরে পাঠায়। পরবর্তীতে গত বছরের ২৯ জুন তারিখে আরও ১লাখ ৫০হাজার টাকা উৎকোচ দেয়ার পর আরো বিল ¯^া¶র করে নির্বাহী প্রকৌশলীর দপ্তরে প্রেরণ করে। একই অর্থবছরে(২০১৪-১৫)উল্লেখিত ঠিকাদারী প্রতিষ্ঠানের আংশিকভাবে সম্পন্ন করা বেশ কিছু কাজ অর্থের বিনিময়ে উপ-বিভাগীয় প্রকৌশলী ¯^দেশ রঞ্জন বড়–য়া অন্য ঠিকাদারকে দিয়ে দেয়। অন্য প্রতিষ্ঠানকে কাজ দেয়ার অভিযোগ করলে নির্বাহী প্রকৌশলী লিখিতভাবে উপ-বিভাগীয় প্রকৌশলী ¯^দেশ রঞ্জন বড়–য়াকে নির্দেশ প্রদান করে যে,উল্লেখিত প্রতিষ্ঠানের আংশিক সমাপ্তকৃত কাজগুলোর বিল যেন তাদের যথাযথভাবে পরিশোধ করা হয়। কিন্তু অদ্যাবধি সম্পাদিত কাজের চার ল¶াধিক টাকার বিল পরিশোধ করছেন না নরসিংদীর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ¯^দেশ রঞ্জন বড়–য়া। বিষয়টি নিয়ে একই বিভাগের জনৈক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপ-বিভাগীয় প্রকৌশলী ¯^দেশ রঞ্জন বড়–য়া অন্য প্রতিষ্ঠানের নামে তিনি নিজেই কাজগুলো করাচ্ছেন। আর নির্দিষ্ঠ দু-একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে মোটা অংকের বিল-ভাউচার করে টাকা উত্তোলন করে নিচ্ছেন। এছাড়াও নরসিংদী গণপূর্ত বিভাগে নিয়মিত কাজে লিপ্ত বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিকগণ তার বিরুদ্ধে দুর্নীতি,¯^জনপ্রীতি সহ নানা অপকর্মের ফিরিস্তি তুলে ধরে অনতিবিল¤ে\^ তার শাস্তি দাবী করেন। এব্যাপারে উপ-বিভাগীয় প্রকৌশলী ¯^দেশ রঞ্জন বড়–য়া’র সাথে সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি প্রধান প্রকৌশলী মাসুদুল আলম-এর অনুমতি ছাড়া সাংবাদিকদের সাথে কোন কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এর আগে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন রিসিভ না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, মোবাইল ফোনে তাকে কে বা কারা বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করেন বলে পরিচিত ফোন না¤\^ার ছাড়া তিনি ফোন ধরেন না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন