![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpPArHUxho_kKT8sC3X5Es6lzW78Np2Bp5FHqkhC7KnXRz_PUmRKqeQlsHpZ4Ru0WL1IxBU4LY0SuF4dgLLde8DTiFXqGjwFYBjaC2iurJWeFpecWb2nBoRbirFGSFTLyCMAK1s0js8LU/s320/14663207806385.jpg)
প্রায় দুই দশক পর ফের খবরের শিরোনাম হলেন ভারতের সাবেক অভিনেত্রী মমতা কুলকার্নি। তবে ভালো কোনো কাজের কারণে নয়, কোটি কোটি টাকার মাদক ব্যবসায় জড়িত হওয়ার কারণে শিরোনাম হয়েছেন তিনি।
শনিবার মুম্বাইয়ের থানে পুলিশ জানিয়েছে সাবেক এ অভিনেত্রী মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে রেড কর্নার জারি করা হতে পারে।
সংবাদ সম্মেলনে থানে পুলিশ কমিশনার পরম বীর সিং জানান, “মাদকসম্রাট ভিকি গোস্বামীর সঙ্গে অবৈধ কর্মকাণ্ড
করতেন মমতা। তাকে কেনিয়া থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করবেন তারা।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বর্তমানে কেনিয়ায় অবস্থান করা মমতা ও ভিকি গোস্বামীকে ভারতে ফেরাতে এরই মধ্যে প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। ওই কর্মকর্তা জানান, এ পর্যন্ত প্রকাশিত তথ্যে জানা গেছে, মমতা আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত ছিলেন। এই চক্র মাস দুয়েক আগে ধরা পড়েছে।
ওই মামলার ১৭ জনের মধ্যে এখনো সাতজন পলাতক। বাকি ১০ জন বিচারিক হেফাজতে রয়েছেন।
গত এপ্রিলে মহারাষ্ট্রের সোলাপুর জেলায় আভন লাইফ সায়েন্সেস লিমিটেডের কার্যালয়ে অভিযান চালিয়ে দুই হাজার কোটি টাকার সাড়ে ১৮ কোটি ওজনের এফিড্রিন জব্দ করলে মাদক চক্রের বিষয়টি নজরে আসে।
১৯৯০’এর দশকে বলিউডের নায়িকা মমতার শেষ ছবি ‘কভি তুম কভি হম’ মুক্তি পেয়েছিল ২০০২ সালে। তার পরে কয়েকবছর লোকচক্ষুর আড়ালেই ছিলেন তিনি। শোনা যায়, ১৯৯৮ সালে রাজকুমার সন্তোষীর ‘চায়না গেট’ ছবিতে কাজ করার সময় থেকেই ভিকির সঙ্গে মমতার ঘনিষ্ঠতা। ওই ছবিতে মমতাকে বাদ দিতে চেয়েছিলেন সন্তোষী, কিন্তু ভিকির প্রভাবে তা পারেননি। ভিকি কেনিয়ার একটি জেলে বন্দি থাকার সময় মমতা তাকে বিয়ে করেন বলেও দু’জনের ঘনিষ্ঠদের দাবি। বছর তিনেক আগে গগনগিরি মহারাজ নামে এক ধর্মগুরুর শিষ্যা হিসাবে মমতা প্রকাশ করেছেন তার আত্মস্মৃতি ‘অটোবায়োগ্রাফি অফ আ যোগিনী’।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন