![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRBugPWOfTcfrNYxfsCenXeoalTN8APGM2a5bn1njel1WbuYwR0bhkxwjcmZzE3Ko4IwZHUiQCJbhzWyxJTMIu_78dbDcAi5m0IsYMT4g8VaD1_s-DZIUiOP4SuBCKjd4s48gq7A7SbrM/s320/33.jpg)
এ অনুষ্ঠানে অনেক বড় বড় গল্প, ছায়াছবি
ছোট্ট পরিসরে চমৎকারভাবে ইতিপূর্বে দেখানো হয়েছে। যেমন ৪ মিনিটে পুরো নাটক,
৪ মিনিটে নবাব সিরাজউদ্দৌলা, ৪ মিনিটে বিদেশিদের দিয়ে সম্পূর্ণ ছবি, ৪
মিনিটে লোকযাত্রা, ৪ মিনিটে দেবদাস, ৪ মিনিটের পারিবারিক মিনি ড্রামা
ইত্যাদি। তারই ধারাবাহিকতায় এবার ঈদ ‘ইত্যাদি’তে রয়েছে ৪ মিনিটের একটি
বিশেষ পর্ব। যেখানে দেখা যাবে ভিনগ্রহের তিন মানবের এই পৃথিবী নামক গ্রহে
আগমন ও ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরে যাওয়া।
ব্যতিক্রমী এই নাট্যাংশে অংশ নিয়েছেন
অভিনেতা ও পরিচালক শহীদুজ্জামান
সেলিম, মীর সাব্বির এবং মডেল-অভিনেতা ইমন
এবং একটি বিশেষ চরিত্রে জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর। পর্বটিতে শহীদুজ্জামান
সেলিম, মীর সাব্বির এবং ইমন ভিনগ্রহের মানবের চরিত্রে অভিনয় করেছেন এবং
আলমগীর অভিনয় করেছেন একজন মুক্তিযোদ্ধার চরিত্রে।
উল্লেখ্য, চিত্রনায়ক আলমগীর দীর্ঘ প্রায়
এক দশক পর টিভিতে অভিনয় করলেন। তাদের সঙ্গে একটি দেশাত্মবোধক গানের
পরিবেশনায় অংশ নিয়েছে ৩০ জন শিশুশিল্পী। বিদ্রুপাত্মক ও রসালো এ পর্বটিতে
উঠে এসেছে নানা সমসাময়িক বিষয়। ‘ইত্যাদি’র নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন
অডিওভিশন সূত্রে জানা গেছে, শিল্পীদের অভিনয় নৈপুণ্য এবং পরিবেশনার চমকে এই
পর্বটি হয়ে উঠবে এবারের অনুষ্ঠানের একটি আকর্ষণীয় পর্ব। যা দর্শকদের আনন্দ
দেবে।
‘ইত্যাদি’ বিটিভির ঈদ অনুষ্ঠানমালায়
প্রচার হবে। স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড। রচনা, পরিচালনা ও
উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন