তারেক পাঠান, পলাশ প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে পলাশ উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীদের পুরস্কার বিতরণ রোববার অনুষ্ঠিত হয়েছে।
রোবাবার সকালে পলাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
পলাশ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবীরের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর এ জান্নাত।
অনুষ্ঠানে পলাশ উপজেলার শ্রেষ্ঠ উচ্চ মাধ্যামক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে পলাশ শিল্পাঞ্চল কলেজের অধ্যক্ষ আবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পলাশ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান ইছাখালী মাদ্রাসার অধ্যক্ষ আ ক ম রেজাউল করীম, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান জনতা আদর্শ বিদ্যাপীঠ, শ্রেষ্ঠ ক্রীড়া শিক্ষক হিসেবে পলাশ পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক প্রদিপ দাস, শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে কাজৈর মাদ্রাসার প্রধানকে সম্মাননা ¯^রুপ ক্রেষ্ট প্রদান করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন