তৌকিরের পরিচালনায় ‘হালদা’ নামের ছবিতে অভিনয় করবেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা এবং মোশাররফ করিম।
জনপ্রিয় এই তারকাদের ব্যাপারে তৌকির
আহমেদ জানান, গল্পের প্রয়োজনেই তাদের নির্বাচন করেছি। ছবির গল্প তাদের
পছন্দ হয়েছে, আশা করছি তারাও ভালো কিছু দিবেন।
হালদা নদীতে মাছ ডিম ছাড়ে এবং নিষিক্ত
ডিম সংগ্রহ করা হয়। মুলত এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় এবং নদী
তীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা নিয়েই ‘হালদা’ ছবির কাহিনি গড়ে
উঠেছে বলে জানিয়েছেন তৌকির।
আগামী ৭ আগস্ট থেকে টানা ২৫ দিন হালদা নদী
ও এর আশপাশের এলাকায় এই ছবির চিত্রধারণের কাজ চলবে। ছবিতে ঐ তিন তারকার
পাশাপাশি আরও থাকছেন ফজলুর রহমান বাবু ও রুনা খান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন