রবিবার, ১৯ জুন, ২০১৬

নরসিংদীতে রিকশা চালকের প্রতারণার ফাঁদে জেসমিন





                                                                             স্টাফ রিপোর্টার: 
নরসিংদী শহরের রিকশা চালকের প্রতারণার ফাঁদে পড়েছেন ভেলানগরের জেসমিন আক্তার। জানা গেছে, শহরের ভেলানগর এলাকার জেসমিন আক্তার গত শুক্রবার নরসিংদী বাজার স্বর্ণ পট্টি থেকে রিকশা যোগে বাসায় আসার পথে হঠাৎ চালক রিকশা থামিয়ে রিকশা থেকে নেমে নিচ থেকে একটি ছোট ব্যাগ নিয়ে বলে “আপা এর ভিতরে কি আছে দেখেনতো”। রিকশাযাত্রী ছোট ব্যাগটি খুলে দেখেন লাল কাগজ দিয়ে মোড়ানো একটি সোনালী রংয়ের স্বর্ণের বার। রিকশাযাত্রী তাকে এটি ফেরত দিয়ে বলেন এটি আপনার কাজে লাগবে আপনার কাছে রেখে দিন। তৎক্ষনাৎ প্রতা
রক রিকশাচালক বলে ওঠেন আপা এটা দিয়ে আমি কী করব, আপনার কাজে লাগলে এটা নিয়ে নেন। তবে আমার ছোট মেয়ের অনেক দিনের আশা ছিল একটি স্বর্ণের নেকলেস পড়ার। আপনার গলার নেকলেসটি দিয়ে যদি এটি নিয়ে নেন তাহলে সারাজীবন কৃতজ্ঞ থাকব বলে কেঁদে ফেলেন। তার কথায় রিকশা যাত্রীর মন গলে উঠলে তিনি স্বর্ণের বারটি নিয়ে গলার নেকলেসটি খুলে তাকে দিয়ে দেন এবং তাকে নগদ দুই হাজার টাকা দেন। রিকশা চালক নেকলেস ও টাকা পেয়ে যাত্রীকে গন্তব্যস্থলে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি কেঁেট পড়েন। জেসমিন বেগম সোনার বারটি নিয়ে ভেলানগর বাজারে গিয়ে স্বর্ণের দোকানে দেখালে তারা স্বর্ণের বারটি নকল বলে উল্লেখ করে বলেন এটি তামা দিয়ে বানিয়ে উপরে স্বর্ণের প্রলেপ দেয়া হয়েছে। ততক্ষণে তিনি বুঝতে পারলেন তিনি রিকশাওয়ালার প্রতারণার শিকার হয়েছেন। প্রতারণার শিকার জেসমিন বেগম ভেলানগরে থাকেন তার স্বামী প্রবাসে চাকুরী করেন। নরসিংদী প্রেসক­াবের কম্পিউটার অপারেটর এম এম রানা জানান তার বাড়ি রায়পুরা উপজেলার হাসনাবাদে কয়েকদিন পূর্বে এ ধরণের নকল স্বর্ণ দিয়ে প্রতারণার ঘটনা ঘটেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন