শনিবার, ১১ জুন, ২০১৬

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় জুট মিল কর্মকর্তাসহ নিহত ৩ জন


নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর পাঁচদোনা এলাকার নগর পাঁচদোনা নামক স্থানে সিএনজি ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক জুটমিল কর্মকর্তাসহ ৩ ব্যক্তি নিহত হয়েছে।
নরসিংদী মডেল থানার ওসি (তদন্ত) মনজুর আহমদ ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল প্রায় ৯ টায় পাঁচদোনা মোড় থেকে ৫জন যাত্রীসহ একটি সিএনজি অটো টেম্পু ঘোড়াশাল যাওয়ার পথে নগর পাঁচদোনা নামক স্থানে পৌছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি
ট্রাক মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি হয়। ঘটনাস্থলেই ঘোড়াশালে অবস্থিত বাংলাদেশ জুটমিলের সহ সমš^য় কর্মকর্তা রুহুল আমীন মৃত্যু বরণ করেন। এছাড়াও সিএনজি’র ড্রাইভারসহ আরো ২ জনের মৃত্যু হয়। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে সরকারের ঘোষনা অনুযায়ী মহাসড়কে সিএনজি চলাচল নিষিদ্ধ থাকলেও মাসিক মাসোয়ার ভিত্তিতে পুলিশকে ম্যানেজ করে একটি চক্র মহাসড়কে সিএনজি চালিয়ে যাচ্ছে অহরহ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন