মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

নরসিংদীর মহারাণী প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ’র ১০ লক্ষ টাকা অর্থদণ্ড


 নরসিংদীর বাগহাটা সাহেপ্রতাপ এলাকায় অবস্থিত মহারাণী প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক কারখানাটি পরিবেশ দূষণের দায়ে পরিবেশ অধিদপ্তর ১০ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে।
জানা গেছে, কারখানাটি পরিবেশের ক্ষতি করে দীর্ঘদিন যাবত এক চেটিয়া ব্যবসা করে আসছিল। এরই প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক এ.কে.এম মিজানুর রহমান প্রতিষ্ঠানটিকে ২৩ লক্ষ ৯৬ হাজার ১শত ৬০ টাকা ক্ষতিপূরণ ধার্য ও পরিশোধের নির্দেশ প্রদান করে একটি চিঠি ইস্যু করেন। পরে
ইন্ডাস্ট্রিজ’র মালিক ২ লক্ষ টাকা জমা দিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আপীল কর্তৃপক্ষ বরাবরে আপীল দায়ের করেন। আপীল করার ফলে আপীল কর্তৃপক্ষ শুনানী শেষে ১০ লক্ষ টাকা অর্থদণ্ড (ক্ষতিপূরণ নির্ধারণ) করে চিঠি প্রদান করেন। চিঠিতে উল্লেখ ছিল নির্দিষ্ট তারিখের মধ্যে পে-অর্ডারের মাধ্যমে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে বাকী ৮ লক্ষ টাকা পরিশোধের জন্য। অন্যথায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে একতরফা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি গত ১৪ জুন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে একটি পে-অর্ডারের মাধ্যমে ৮ লক্ষ টাকা পরিশোধ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন