বুধবার, ২২ জুন, ২০১৬

ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের এগ্রিকোতে আগুন -আহত ২








পলাশ প্রতিনিধিঃ
ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে অবস্থিত এগ্রিকো পাওয়ার প্লান্টে এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গুরুত্বর আহত হয়েছে কোম্পানির ২ শ্রমিক। গুরুত্ব আহত অবস্থায় তাদের ঢা
কা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বুধাবার রাত ৯টার সময় এগ্রিকোর দুই নম্বর সাইটের একটি পাওয়ার সাপলাই মেশিনে শখ সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয়। ঘটনার এক ঘন্টা পর পলাশ ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। এগ্রিকো পাওয়ার প্লান্টের দায়িত্বরত প্রকৌশলী মঞ্জুর আলম আগুনের বিষয়টি নিশ্চিত করেন।  শেষ খবর পাওয়া পর্যন্ত শখ সার্কিটের কারণে পুরো সাইটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন