সোমবার, ১৩ জুন, ২০১৬

বাংলাদেশের ছবিতে দেব




বিনোদন ডেস্ক 
‘দেব’ ওপার বাংলার সাড়া জাগানো হিরো। আর এই হিরোকে নিয়ে বিগত সময় অনেক খবর শোনা গেছে। তিনি নাকি বাংলাদেশের অমুক ছবিতে কাজ করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন। এমন অমুত-তমুক অনেক খবরই শোনা গেছে।
কিন্তু এবার একটু ব্যতিক্রম ভাবেই শোনা গেলো এক নতুন খবর, তিনি সত্যিই বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করবেন।
ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান ডিজিটাল মুভিজ ও কলকাতার ভেঙ্কটেশ ফিল্মস ব্যানারে অভিনয় করতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ-নায়ক দেব। ছবির নাম ‘চোখের জল’।
দেবের সঙ্গে চূড়ান্ত কথা সেরে ফেলেছে দুই প্রযোজনা সংস্থা। আর দেবের বিপরীতে নায়িকা থাকবেন বাংলাদেশের কোনো নতুন মুখ। চলতি বছরের ২৭ ডিসেম্বর ছবির শুটিংয়ের জন্য শিডিউল দিয়েছেন দেব। ছবির শুটিং হবে এশিয়া-ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন