
নরসিংদী
প্রতিনিধিঃ
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া সিএনজি
অটোরিকশা উদ্ধার করেছে। রোববার দিবাগত রাত ২ টায় টঙ্গীর মরকুন এলাকার একটি
গ্যারেজ থেকে সিএনজি অটো রিকশা টি উদ্ধার করা হয়। ছিনতায়ের সাথে জড়িত
গ্রেফতারকৃত বজলু মিয়ার দেয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক
আব্দুল গাফফারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল
এই অভিযান পরিচালনা
করেন। আটককৃত সিএনজি ছিনতাই কারী বজলু মিয়া (৫৫) মাদারীপুর জেলার ডাসা
থানার দক্ষিন বাওতলী এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত মে
মাসের ১০ তারিখে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকার একটি সিএনজি পাম্পের
সামনে হতে চালক কে অজ্ঞান করে সিএনজি অটো রিকশা টি ছিনতাই করা হয়। এসময়
অজ্ঞান কে হাত পা বেধে নির্জন স্থানে রাস্তার পাশে ফেলে চলে যায়। আশে-পাশের
লোকজন তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে।
ছিনতাই করার পর ছিনতাই চক্রটি গাড়ির মালিক আফজাল মিয়াকে কে ফোন করে বিকাশে ১
লক্ষ টাকা পাঠাতে বলে। টাকা পাঠালে গাড়ি ফেরত দেয়া হবে বলে জানায় তারা।
সেই সূত্র ধরে গোয়েন্দা পুলিশের
উপ-পরিদর্শক আব্দুল গাফফার ছিনতাই কারী চক্রকে শনাক্ত করতে সক্ষম হয়।
অভিযানের এক পর্যায়ে টংগীর বোর্ড বাজার এলাকা হতে বজলু মিয়াকে গ্রেফতার করা
হয়। ছিনাতাই এর সাথে জড়িত অন্যদের গ্রেফতার করতে অভিযান চলছে বলে জানায়
পুলিশ। এই ব্যাপারে পলাশ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন