মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

বেলাবতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময়



 বেলাব উপজেলা নব যোগদানকৃত নির্বাহী অফিসার উম্মে হাবিবার সাথে বেলাব উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যদের মতবিনিময় ও পরিচিতি সভা গত রোববার দুপুরে নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শেখ আব্দুল জলিল, সহ-সভাপতি মকবুল হাসান রজনী, যুগ্ম সম্পাদক আশিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, দুলাল, এবং সাবেক সভাপতি ঈসমাইল
হোসেন প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার তিনি গত ৫ এপ্রিল যোগদান করেন এ উপজেলায়। তিনি বলেন যোগদানের পর মন খারাপ হলেও এই উপজেলাবাসীর আলাপ আলোচনায় মনে হলো এই উপজেলার মানুষ খুবই ভালো, এখানকার পরিবেশ ও ভালো তাই সরকারের নিয়মানুযায়ী আমার উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় কাজ করে যাবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন