বুধবার, ২২ জুন, ২০১৬

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের হাতে লাঠি তুলে দিলেন পলাশ থানার ওসি




পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের হাতে বাঁশের লাঠি তুলে দিলেন পলাশ থানার ওসি আবুল কালম আজাদ। আজ বুধবার সকালে পলাশ থানার মাঠে সংখ্যালগুদের নিয়ে এক আলোচনা সভা শেষে ঐক্যপরিষদের নেতৃবৃন্দের হাতে তিনি এই লাঠি তুলে দেন । সারা দেশের সংখ্যালগুদের উপর গুপ্ত হামলার প্রতিবাদ ও নিজেদের নিরাপত্তার জন্য পলাশ থানার আয়োজনে আলোচনা
ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী  কমিশনার( ভূমি) অমিত দেবনাথ। এছাড়া সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, পলাশ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কার্তিক চন্দ্র গুহ, সাধারণ সম্পাদক অসিত দাস। সাবেক সভাপতি দিনেশ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক তরনী কান্ত দাস ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সদস্য সচিব অরুন দাস।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন