মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬

নরসিংদীতে স্কুলছাত্র মঈন হত্যায় ৬ জনকে আসামী করে মামলা গ্রেফতার-১



নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে রড দিয়ে পিটিয়ে মঈন উদ্দিন (১৪) নামে এক

স্কুল ছাত্রকে হত্যার ঘটনায় ৬ জন কে আসামী করে একটি হত্যা মামলা দয়ের করেছেন  নিহতের পিতা বিল্লাল মিয়া। গতকাল  সোমবার রাতে নরসিংদী সদর মডেল থানায় নিজে বাদী হয়ে এই মামলা করেন নিহত মঈন উদ্দিনের পিতা বিল্লাল মিয়া। এই নৃশংস  হত্যার ঘটনার মূল হোতা রক্সি কে  গ্রেফতার  করেছে পুলিশ। উল্লেখ্য, গত রোববার সকাল ৭টার দিকে নতুন লঞ্চঘাট এলাকায় মোবাইল সেট চুরির অভিযোগে  রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয় স্কুল ছাত্র
মঈন কে। এই ঘটনার মূল হোতা রক্সি কে  গ্রেফতার  করেছে পুলিশ। পুলিশ বলেন, রক্সির নেতৃত্বে ১০ থেকে ১২ জন নারী-পুরুষ রড ও লাঠিসোঠা নিয়ে মঈন ও তার পরিবারের তাদের উপর হামলা চালায়। এতে রডের আঘাতে মঈন উদ্দিন মাথায় গুরুতর জখম হয়। তাকে আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে  স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৬টার দিকে তার মৃত্যু হয়। মামলার তদন্ত কর্মকর্তা  শহর ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান জনান, মঈন হত্যার তদন্ত দায়িত্ব পাওয়ার সাথে সাথেই আসামী ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে এই ঘটনার সাথে আরও কে কে জড়িত আছে তা জানা যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন