![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglPXCCeKglXHWSW-tjqEqR7b_vbdGVOxrRJg3ymiKjLw2PratzC2quILCojbmjg4r288f1SwRM2qL0TY935rDURQmZAdiEuggZ-b1uTDZptes6iMyRRoEJB_lU1C3ZUs8AqXotyS5zsv0/s320/Narsingdi-chintay-photo.jpg)
নরসিংদী : নরসিংদী বাজারে দিন দুপুরে প্রকাশ্যে গুলি ছুড়ে ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। ছিনতাই করে পালানোর সময় বিদেশী রিভলবারসহ ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ছিনতাইকৃত টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। আটক ২ ছিনতাইকারী টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও ব্যবসায়ী বলছেন টাকা ছিনতাই হয়েছে। আজ বুধবার দুপুরে নরসিংদী বাজোরে সোনালী ব্যাংকের প্রিন্সিপাল শাখার সামনে এই ঘটনা ঘটে। গুলির শব্দ শুনে টহলরত পুলিশে এগিয়ে আসে। এসময় ছিনতাইকারীরা পুলিশ দেখে মহল্লার ভিতর দৌড়ে চলে যায়। তারপর নরসিংদী মডেল থানার প্রায় অর্ধশতাধিক পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে একটি .৩৭৫ বোরের একটি অত্যাধূনিক বিদেশী অস্ত্র ও ৩ টি গুলি ও ২ টি গুলির খোসা উদ্ধার করে।
![]() |
add |
পুলিশ জানায়, শহরের সাটিরপাড়া এলাকার ব্যবসায়ী কাইয়ূম মিয়া বাজার থেকে ৩ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি সোনালী ব্যাংকের সামনে দিয়ে যাওয়ার সময় ৩ ছিনতাইকারী টেনে-হিছড়ে জোর করে গলিতে নিয়ে যায়। ওই সময় ব্যবসায়ী কাইয়ূম চিৎকার করলে পাশ্ববর্তী টহল পুলিশ ও সাধারণ মানুষ এগিয়ে যায়। ওই সময় অবস্থার বেগতিক দেখে ছিনতাইকারীরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। তারা ব্যবসায়ী কাইয়ুমের কাছ থেকে ২ লক্ষ টাকা ছিনিয়ে নিতে সক্ষম হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষনিক এলাকাটি চারদিক থেকে ঘিরে ফেলে। পরে চিরুনী অভিযান চালিয়ে শহরের বকুলতলা এলাকার মৃত আবদুল রহিমের ছেলে বাদশা (২২) ও পূর্ব ব্রাহ্মন্দী এলাকার মৃত করম আলীর ছেলে হুমায়ূনকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিক্তিতে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী .৩৭৫ বোরের অত্যাধুনিক বিদেশী রিভলবার ও ৩ রাউন্ড গুলি ও ২ টি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত হুমায়ন নরসিংদী শহরের বীরপুর এলাকায় আদু মিয়া নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা মামলার এজাহারনামীয় আসামী। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী কাইয়ূম মিয়া বলেন, ছিনতাইকারীরা তার কাছ থেকে ২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। তিনি এই ছিনতাইর ঘটনায় নরষিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
নরসিংদী জেলা পুলিশ সুপার আমেনা বেগম জানান, ঈদকে ঘিরে ছিনতাইকারী চক্র বেশ সক্রিয় হয়ে উঠে। সেই জন্য জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। তাই ২ ছিনতাইকারীকে ঘটনা ঘটানোর সাথে সাথেই অস্ত্রসহ গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাদের কাছ থেকে যে অস্ত্র পাওয়া গেছে তা একটি অত্যাধুনিক বিদেশী অস্ত্র। এই অস্ত্র সরবারহের সাথে জড়িত এক জনের নাম পাওয়া গেছে, তাকে তার সহযোগীদের ধরতে ব্যপক অভিযান চলছে। এই ঘটনায় ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী কাইয়ূম মিয়া বাদী হয়ে থানায় ছিনতাই মামলা ও পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন