মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

নরসিংদীতে গুপ্ত হত্যার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন




                                                                            স্টাফ রিপোর্টার:

 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নরসিংদী জেলা ইউনিট কমান্ডার আব্দুল মোতালিব পাঠান এর নেতৃত্বে জঙ্গী, সন্ত্রাস ও গুপ্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন গত বরিবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সম্মুখে অনুষ্ঠিত হয়।
মানববন্ধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নরসিংদী মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, জেলা ডেপুটি কমান্ডার আব্দুল হক, সহকারি কমান্ডার (সাংগঠনিক) আবুল খায়ের ভূইয়া, সহকারি কমান্ডার হাসেন আলী, মো. মোজাম্মেল হক ভূইয়া, আরমান, সদর উপজেলা কমান্ডার পবিত্র রঞ্জন দাস মহাদেব, অন্যান্য নেতৃবৃন্দের ম
ধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার আবুল কাসেম, সহকারি কমান্ডার ইব্রাহিম মোল্লা, আ: লতিফ, সদর উপজেলা সন্তান কমান্ডার ওসমান প্রধান, আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী মুক্তিযোদ্ধালীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান। নরসিংদী প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন শেষে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে সমাপ্ত হয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন