নরসিংদী শহরে প্রতিপক্ষের হামলায় নিহত স্কুলছাত্র মঈন উদ্দিন। ছবি : সংগৃহীত
এর আগে সকাল ১০টার দিকে নরসিংদী শহরের কাউরিয়াপাড়া নতুন লঞ্চঘাট এলাকায় প্রতিপক্ষের আঘাতে মঈন উদ্দিন গুরুতর আহত হয়।
নিহত মঈন উদ্দিন শহরের আলীজান জে এম একাডেমিতে নবম শ্রেণিতে পড়ত। সে একই এলাকার বিল্লাল ঘটকের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানায়, আজ সকাল ৭টার দিকে নতুন লঞ্চঘাটের পাশের বাসিন্দা আবদুল করিমের ছেলে শাহিন মিয়ার একটি স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোনসেট চুরি হয়। শাহিনের পরিবার একই এলাকার রক্সি (১৫) নামের এক কিশোরকে সন্দেহ করে। কিন্তু রক্সি অভিযোগ অস্বীকার করে। এই নিয়ে দুই পরিবারের লোকজন প্রথমে হাতাহাতি ও পরে মারামারিতে জড়িয়ে পড়ে। ওই সময় রক্সির নেতৃত্বে ১০ থেকে ১২ জন নারী-পুরুষ রড ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে রডের আঘাতে শাহিনের মামাতো ভাই মঈন উদ্দিন মাথায় গুরুতর জখম হয়। তাকে আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ফুফাতো ভাই খোকন খন্দকার বলেন, ‘রক্সি একই এলাকার শাহিন মোল্লা, ইকবাল, সোহেল, মনা, সুরাইয়া ও আকলিমার নেতৃত্বে রড, লাঠি ও ছুড়ি নিয়ে প্রকাশ্যে এই হামলা চালায়। আমরা ঘটনার পর থানায় পুলিশের কাছে আইনের আশ্রয় নেওয়ার জন্য গেলে তারা মামলা করলে আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমাদের একটাই চাওয়া, যারা আমার স্কুল পড়ুয়া ভাইকে হত্যা করেছে তাদের ফাঁসি।’
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, মোবাইল ফোনসেট চুরিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সন্দেহভাজন এক নারীকে আটক করেছে। এই ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন