![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2lzOxcij6XyRZCQ1eDkwmQFAFA_q5HhXimVGV6MvvdS-iK_1wj6_nWfRGWTIpVyCvzhqfoG4I8ZcE2E2G3_M5rXgfPG5kdAuezrNBq5bjacYhVE1Ig3JP6l0qPsll5MW52ezsIrIVMms/s320/20160316183357-picsay.jpg)
পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলায় ১২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ শেফালি বেগম নামে এক মহিলাকে আটক করেছে থানা পুলিশ। গত সোমবার রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানান
, শেফালি বেগমের ¯^ামী আবদুল করিম মিয়া দীর্ঘদিন যাবৎ গোপণে ডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন স্থানে যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে। গোপণ সংবাদে সোমবার রাতে আবদুল করিমের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রীকে ১২০ পিস ইয়াবা সহ আটক করা হয়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক স¤্রাট আবদুল করিম পালিয়ে যায়। এ ব্যাপারে পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, আটককৃত শেফালি ও তার ¯^ামীকে আসামী করে মামলা করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন