নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী সদর উপজেলার বাগহাটা নামক স্থানে আ বিকেলে অজ্ঞাত নামা সন্ত্রাসীরা এক এনজিও কর্মীকে ছুরিকাঘাত করে ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এলাকাবাসী ও এনজিও অফিস সূত্রে জানা যায়,সদর উপজেলার পাঁচদোনাস্থ মোজাম্মেল সুপার
মার্কেটের ২ য় তলা বাড়ানিয়ে ’বাস্তব’ নামে একটি এনজিও অফিস এলাকায় ক্ষুদ্র ঋন দিয়ে ব্যবসা করে আসছে। এরই কিস্তির নগদ প্রায় ৭০ হাজার টাকা গ্রামথেকে তুলেনিয়ে মাঠকর্মী জহিরুল (২৫) বাগহাটা হতে পাঁচদোনা অফিসে আসার পথে উল্লিখিতস্থানে পৌছলে পূর্বথেকে ওৎপেতে থাকা অজ্ঞাত নামা ৪/৫ জন দূস্কৃতিকারী তাকে এলোপাথারী চুরিকাঘাত করে টাকারব্যাগ নিয়ে পালিয়ে যায়। এসময় তার ডাকচিৎকারে লোকজন এসে ঘটনাস্থলের নিকট থেকে অজ্ঞাত নামা একজনকে ধরে গনপিটুনি দেয়। এবং আহত জহিরুলকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করে। এব্যপারে পাঁচদোনা ফাড়ীর ইনর্চাজ এসআই মোহসিন ঘটনার সত্যতা ¯^ীকার করে বলেন,ঘটনাস্থল মডেল থানার আওতাধীন হওয়ায় আটক কৃতকে মডেল থানা হেফাজতে দেয়া হয়েছে। এবং আহত মাঠকর্মীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন