![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgBDFGUlLlHtFLRVyPx0ujrBb2PojWeNRzzZCfgkuzrmMipLUq7YwI7S3h0n_oeFltu3lCiD4pZ4BWCnCB3g5R1pxkVCnHnvkt3F6pbhRCxGpRyC4-RUgg9ueS-JRtVt1m3WxaXo_s6w4/s320/narsingdipc.jpg)
তাজা খবর প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ থানা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পলাশ থানার ওসি আবুল কালাম আজাদের সভাপতিত্বে থানার মাঠ প্রাঙ্গনে ইফতার মাহ্ফিলটি অনুষ্ঠিত হয়। ইফতার মাফিলে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা সহকারী পুলিশ সুপার খালেদ ইফতেফার, সহকারী পুলিশ সুপার রেদোয়ান আহাম্মেদ, ওসি তদন্ত বিপ্লব কুমার, সহকারী অফি
সার গোলাম মোস্তফা। এছাড়া আরো উপস্থিত ছিলেন, ঘোড়াশাল পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আলম খন্দকার, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রত্রিকার প্রতিনিধি নূরে-আলম রনী, দৈনিক দেশকালের প্রতিনিধি মোঃ আল-আমিন মিয়া সহ পলাশ উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিগণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন