বুধবার, ৮ জুন, ২০১৬

লোকসানের ঝুকি ঐতিহ্য হারাতে বসেছে নরসিংদীর অমৃত সাগর কলা




নিজ¯^ প্রতিনিধিঃ
লোকসানের ঝুকি এড়াতে ঐতিহ্য হারাতে বসেছে নরসিংদীর অমৃত সাগর কলা। চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে চাষীরাও। এ জেলায় এক সময় দেশি অমৃত সাগর কলার ঐতিহ্য থাকলেও নগরায়ণ, অপরিকল্পিত চাষাবাদ, সার-কীটনাশকের মূল্যবৃদ্ধিসহ ঝড়-তুফানের অতিরিক্ত ঝুকিতে বর্তমানে এ স্থান দখল করে নিচ্ছে বারি-১ (উন্নত) জাতের সাগর কলা।

অপরদিকে রাসায়নিক সার প্রয়োগের ফলে জমির গুণাগুণ নষ্ট হয়ে যাওয়ায় অমৃত সাগর কলা চাষে কিছুটা ভাটা পড়লেও বহু পরিবার এখনও কলা চাষের ওপরই জীবিকা নির্বাহ করে আসছে। স্থানীয় কলা চাষীদের অভিমতে নরসিংদীর অমৃত সাগর কলার ঐতিহ্য ধরে রাখতে নিবিড় গবেষণার মাধ্যমে দেশি জাতের সাগর কলার উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনের ব্যবস্থা গ্রহণ করা জরুরী।
নরসিংদী সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মুহাম্মদ আবদুল হাই আলোকিত বাংলাদেশকে জানান, নরসিংদী একটি নদী বেষ্টিত এলাকা। এর ফলে এ এলাকায় পলি, পলি-দোয়াশ মাটি বেশী উপস্থিতি বেশি ল¶ করা যায়। তাই এসকল মাটিতে সাগর কলার চাষাবাদ বেশ ভালো হয়। সদর উপজেলার শীলমান্দি, দগরিয়া, চিনিশপুর, আসমান্দিরচর এলাকায় বেশী করে সাগর কলার ফলনে সম্ভাবনা থাকলেও বর্তমানে এ উপজেলায় অমৃত সাগর কলার স্থলে শতকরা ৭০ ভাগ জমিতে চাষ হচ্ছে বারি-১(উন্নত) জাতের সাগর কলা। উন্নত জাতের সাগর কলায় রোগ জীবানু কম হয় এবং ঝড় বাতাসের ঝুকি কম থাকাই চাষাবাদের অন্যতম কারণ বলেও মনে করেন এ কর্মকর্তা।
সদর উপজেলার শীলমান্দি এলাকার কলাচাষী আবুল হোসেন জানান, আমি আগে নিজের ও বর্গা মিলে প্রায় ৫ বিঘা জমিতে দেশীয় জাতের অমৃত সাগর কলার চাষ করতাম। বেশীর ভাগ সময়ে ব্যাংক ঋণ, বাকীতে সার ও কীটনাশক এনে কলা চাষ করি। কিন্তু ভাগ্য আমাদের বিপরীতে থাকায় গত বছর প্রলয়ংকারী ঝড়ে আমার সম¯— কলা বাগানই নষ্ট হয়ে গেছে। ফলে কয়েক ল¶ টাকার লোকসানে পরে যাই। এতে যে পরিমান ¶তি হয়েছে তার ধারদেনা আজো শোধ করতে পারিনি। আর আগের মত কলার ফলনও ভালো হয় না। তাই কম সময়ে ফলনের আশায় অমৃত সাগর চাষাবাদ বাদ দিয়ে উন্নত জাতের কলা চাষ করছি।
নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: লতাফত হোসেন জানান, জেলার মাত্র এক হাজার ৩ শত ৫০ একর জমিতে কলা চাষাবাদ হচ্ছে। এতে দেশি জাতের সাগর কলা আগের তুলনায় কম। আবাদকৃত কলার মধ্যে বেশির ভাগই বারি-১(উন্নত) জাতের সাগর কলা। এর পরের অবস্থানে রয়েছে দেশীয় অমৃত সাগর কলা, চাপা, সবরি ইত্যাদি কলা। তবে এক সময় জেলায় আরও বেশি পরিমাণ জমিতে কলা আবাদ হতো। চাষিরাও বেশি লাভবান হতো। মাটির গুণগত মান বিনষ্ট ও বৈরী আবহাওয়ার কারণে ঝড় তুফানের ঝুকি দেশীয় জাতের কলা চাষাবাদের এলাকা দিন দিন সঙ্কুচিত হয়ে আসছে বলে জানান কৃষি বিভাগ। অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটি শক্ত হয়ে যাওয়ায় দেশি জাতের সাগর কলা চাষাবাদ করা যাচ্ছে না বলেও জানায় জেলা কৃষি বিভাগ। পরিকল্পীত নগরায়ণ ও রাসায়নিক সার ব্যবহারসহ প্রয়োজনীয় ব্যস্থা নিলে আবারো নরসিংদী জেলার ঐতিহ্যবাহী অমৃত সাগর কলার চাষাবাদে আগ্রহী হবে চাষীরা এমনটাই প্রত্যাশা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন