বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

নরসিংদীতে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ



নরসিংদী প্রতিনিধি

‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এ প্রতিপাদ্য নিয়ে দুর্নীতি প্রতিরোধে শপথ গ্রহণ করেছে শিবপুর সবুজপাহাড় ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। বুধবার  নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত আলোচনা সভা, ‘ন্যায় পরায়ণ সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক রচনা প্রতিযোগিতা, শপথ বাক্য পাঠ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  এ শপথ গ্রহণ করেন শিক্ষার্থীরা।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী উপ সচিব মো. ছিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর উপ-পরিচালক মো. মোরশেদ আলম, কলেজের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য আমজাদ হোসেন প্রধান ও প্রাক্তন শিক্ষক মোহাম্মদ আলী ভূঁইয়া।

জেলা কমিটির সভাপতি প্রফেসর সূর্যকান্ত দাসের সভাপতিত্বে ও সেক্রেটারি রোটারিয়ান বশিরুল ইসলাম বশিরের উপস্থাপনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আতাউর রহমান ভূঁইয়া, বেলাব শাখা প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রাবেয়া খাতুন শান্তি, কলেজের শিক্ষার্থী শাহিনুর খানম, আওলাদ হোসেন, মোবারক হোসেন মোল্লা, শান্তা আক্তার প্রমুখ।

পরে জেলা কমিটির সভাপতি প্রফেসর সূর্যকান্ত দাস শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন