মধ্যপ্রাচ্যের
দেশগুলোতে ইফতারি বিলানো বেশ পুরোনো ঐতিহ্য। সেই ঐতিহ্য অনুসরণ করে রাস্তায়
যারা ইফতারির সময় অবস্থান করছিলেন, বাড়িতে পৌঁছাতে পারছিলেন না এমন
ব্যক্তিদের মাঝে গত সোমবার ইফতারি বিলান দেশটির নারীমন্ত্রী শাম্মা সুহাইল
ফারিস আল মাজোরি। সংযুক্ত আরব আমিরাতের যুবমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন
করছেন তিনি।
এধরনের ইফতার উপহার দেয়ার মধ্যে দিয়ে রমজানের তাৎপর্য ও সৌহার্দ সবার মাঝে ছড়িয়ে পড়ে বলে অনেকে মনে করেন |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন