মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

বুবলির প্রেমে বস


                                                                           বিনোদন ডেস্ক- 
শামীম আহমেদ রনির সিনেমা মানে নতুন নতুন চমক। নায়কের লুক, নায়িকা নির্বাচন, দৃশ্যায়ন বা গল্প যা হোক— আলোচনা থাকবেই। ব্যতিক্রম হচ্ছেন না ‘বসগিরি’তেও। শুটিং ফ্লোরে থাকা রনির দ্বিতীয় সিনেমাটি প্রায়ই খবরের শিরোনাম হচ্ছে।
রনির ‘মেন্টাল’-এর মতো এ সিনেমারও নায়ক শাকিব খান। তার বিপরীতে আছেন বুবলি। সংবাদ পাঠিকা থেকে সিনেমায় নাম লেখানো এ নবাগতাকে পর্দায়ও দেখা যাবে বুবলি নামে। ফেসবুকে রোববার রাতে রনির শেয়ার করা প্রোডাকশন স্টিলে তা-ই দেখা গেল।

ছবিতে বুবলিকে অভিনব পদ্ধতিতে প্রেম নিবেদন করছেন ‘বস’ শাকিব। বরিশালের নেমপ্লেট ব্যবহার করা একটি হলুদ জিপের বনেটে বসে আছেন শাকিব। পেছনে কয়েকজন সাগরেদ।
রাস্তায় আছে ব্যান্ড পার্টি ও আরো কয়েকজন তরুণ-তরুণী। তাদের হাতে ধরা প্ল্যাকার্ড বলে দিচ্ছে, কিছুতেই বসের প্রতি বুবলির মন গলছে না। ছবিতে বুবলিকে পেছনে থেকে দেখা যাচ্ছে। তাই প্রেম নিবেদনে নবাগতা নায়িকার অভিব্যক্তি কী বোঝা যাচ্ছে না।
এফডিসির পরিচিত লোকেশনে ধারণ করা ছবিটিকে বেশ লাইকও পড়েছে। অনেকে মন্তব্য করেছেন। ৫ মে সিনেমাটির শুটিং শুরু হয়। বর্তমানে ইউনিট আছে এফডিসিতে। ‘বসগিরি’ মুক্তি পাবে ঈদুল আজহায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন