শনিবার, ১৮ জুন, ২০১৬

দুই ভুবনের দুই সুপারস্টার ঈদে এক পর্দায়!



বিনোদন ডেস্ক: 
সাকিব-শাকিব, দুইটি নামই দেশে অধিক জনপ্রিয়। একজন বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। আরেকজন দেশের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান।

দুই ভুবনের এই দুই সুপারস্টারকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে দুজনের ভক্তকূলের জন্য রয়েছে একটি সুখবর। আসছে ঈদে সাকিব আল হাসান ও শাকিব খান দুজনই হাজির হচ্ছেন এক পর্দায়।


স্যাটেলাইট চ্যানেল একুশে টিভিতে একটি অনুষ্ঠানে দেখা যাবে তাদের। গতকাল সকাল থেকে চ্যানেল নাইন স্টুডিওতে নাম ঠিক না হওয়া এ অনুষ্ঠানটির রেকর্ডিং হয়েছে।

মাসুদুজ্জামান সোহাগের প্রযোজনায় এটি উপস্থাপনা করছেন ফারহানা নিশো। অনুষ্ঠানটিতে সাকিব ও শাকিব তাদের ক্যারিয়ার নিয়ে কথা বলবেন।

সে সঙ্গে থাকবে ব্যক্তিগত জীবনের মজার মজার গল্পও। পাশাপাশি আড্ডার ফাঁকে দুজন খেলায় অংশ নেবেন। সাপলুডু খেলা, গ্লাসে পানি ভরা ও বেলুন ফুটানো খেলতে দেখা যাবে শাকিব খান ও সাকিব আল হাসানকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন