প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরীকে সচিব সমমর্যাদার গ্রেড-১ এ পদোন্নতি প্রদান করা হয়েছে। বুধবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির আদেশ জারি করা হয়।
পয়লা জুন অনুষ্ঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভার সুপারিশ মোতাবেক বিসিএস তথ্য (সাধারণ) ক্যাডারের সদস্য এ কে এম শামীম চৌধুরীকে গ্রেড-১ এ পদোন্নতি প্রদানপূর্বক ইতোপূর্বে পদায়নকৃত প্রধান তথ্য অফিসার পদে বহাল রাখা হয়েছে।
১৯৮২ সালের নিয়মিত ব্যাচে তথ্য সার্ভিসে যোগদানকারী এ কে এম শামীম চৌধুরী তাঁর সুদীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার, বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের মহাপরিচালক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, প্রধানমন্ত্রীর প্রেসসচিব এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি যুক্তরাষ্ট্রের ভারমন্ট থেকে ফ্রি প্রেস বিষয়ে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৭৯ সালে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন