বুধবার, ১৫ জুন, ২০১৬

ইমরান হাসমির নায়িকা এখন ফুটপাথে




                                                                                বিনোদন ডেস্ক

বলিউড সিরিয়াল কিসার খ্যাত ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন তিনি। চলতি বছরেই মুক্তি পাবে সেই ছবি। কিন্তু বর্তমানে তার ঠিকানা দিল্লির ফুটপাথ। বলছি বলিউড অভিনেত্রী আলিসা খানের কথা।

এই অভিনেত্রীর জন্ম মহম্মদ নবাব গাজিউদ্দিন খান-এর বংশে। পড়াশোনা শেষ করে মুম্বাই পাড়ি দিয়েছিলেন রুপালি পর্দায় অভিনয়ের আশায়। ছবিতে অভিনয়ের পর, বেশ কয়েকটি জনপ্রিয় মিউজিক ভিডিওতে মুখ দেখিয়েছেন তিনি। পরে ইমরান হাসমির বিপরীতে ‘আইনা’ ছবিতে কাজের সুযোগ আসে।

ছবির কাজ ইতোমধ্যে শেষ করেছেন আলিসা। আগামী অগস্টে সেই ছবি মুক্তি পাবে। এর আগে আরও একটি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। নাম ‘মাই হাসবেন্ডস ওয়াইফ’। কিন্তু বেশ কয়েকদিন আগে তার কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেন তার প্রাক্তন বয়ফ্রেন্ড।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই মুম্বাই পুলিশে অভিযোগ করেন আলিসা। এই খবর তার পরিবার জানার পরই মা এবং দাদা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। বর্তমানে তার মাথার উপর ছাদ নেই। কখনও দিল্লির মন্দিরে, কখনও ফুটপাথে বা বন্ধু বাড়িতে রাত কাটাচ্ছেন নায়িকা।ইমরান হাসমরি নায়কিা এখন ফুটপাথে
বনিোদন ডস্কে
বলউিড সরিযি়াল কসিার খ্যাত ইমরান হাশমরি সঙ্গে অভনিয় করছেনে তনি।ি চলতি বছরইে মুক্তি পাবে সইে ছব।ি কন্তিু র্বতমানে তার ঠকিানা দল্লিরি ফুটপাথ। বলছি বলউিড অভনিত্রেী আলসিা খানরে কথা।

এই অভনিত্রেীর জন্ম মহম্মদ নবাব গাজউিদ্দনি খান-এর বংশ।ে পড়াশোনা শষে করে মুম্বাই পাড়ি দয়িছেলিনে রুপালি র্পদায় অভনিয়রে আশায়। ছবতিে অভনিয়রে পর, বশে কয়কেটি জনপ্রয়ি মউিজকি ভডিওিতে মুখ দখেয়িছেনে তনি।ি পরে ইমরান হাসমরি বপিরীতে ‘আইনা’ ছবতিে কাজরে সুযোগ আস।ে

ছবরি কাজ ইতোমধ্যে শষে করছেনে আলসিা। আগামী অগস্টে সইে ছবি মুক্তি পাব।ে এর আগে আরও একটি ছবতিে অভনিয় করতে দখো গয়িছেলি তাক।ে নাম ‘মাই হাসবন্ডেস ওয়াইফ’। কন্তিু বশে কয়কেদনি আগে তার কছিু অন্তরঙ্গ মুর্হূতরে ছবি ও ভডিওি ইন্টারনটেে ছড়য়িে দনে তার প্রাক্তন বয়ফ্রন্ডে।

ভডিওিটি প্রকাশ্যে আসতইে মুম্বাই পুলশিে অভযিোগ করনে আলসিা। এই খবর তার পরবিার জানার পরই মা এবং দাদা তার সঙ্গে সমস্ত সর্ম্পক ছন্নি করনে। র্বতমানে তার মাথার উপর ছাদ নইে। কখনও দল্লিরি মন্দরি,ে কখনও ফুটপাথে বা বন্ধু বাড়তিে রাত কাটাচ্ছনে নায়কিা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন