রবিবার, ১৯ জুন, ২০১৬

ঈদকে সামনে রেখে জমে উঠেছে পলাশ ঘোড়াশাল পৌর বাজারগুলো



তাজা খবর প্রতিবেদকঃ
রমজানের ২য় সপ্তাহে জমজমাট হয়ে উঠেছে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ও শিল্প এলাকার ঈদের বাজার। ঈদকে সামনে রেখে এখন কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে লোকজন। নতুন কালেকশন আর নতুন ফ্যাশনের সংঙ্গে আপডেট রাখতে দোকানদাররা যেমন ব্যস্ত তেমনি পছন্দের কালেকশনটি সবার আগে লুফে নিতে ক্রেতারাও মরিয়া হয়ে যান। এদিকে ঘোড়াশাল পৌর এলাকার অনেক পুরোনো মার্কেট পলাশ বাজার, রহিম সুপার মার্কেট, হোসেন মার্কেট, এস,এ প্লাজা,
দত্ত মার্কেট,  লিটন কমপ্লেক্স সহ কয়েটি মার্কেটেই ঈদের জন্য  বিভিন্ন আকর্ষণীয় সাজে সজ্জিত করেছে বিপণী বিতানগুলো। ক্রেতাদের পদচারনায় মুখরিত হয়েছে পৌর এলাকার মার্কেটগুলো। ঘোড়াশাল একটি শিল্প এলাকা। এখানে ৪টি জুট মিল, ২টি সারকারখানা, ২টি প্রাণ ফুড ফ্যাক্টরী, দেশের বৃহৎ তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ অসংখ্য কলকারখানার  প্রায় ২০ হাজার শ্রমিক কর্মচারীরা এই ঘোড়াশালের মার্কেট গুলোতে ঈদের কেনাকাটা করে। তাই অন্য এলাকার মার্কেট গুলো থেকে এখানকার মার্কেটগুলো থাকে জমজমাট। এসব মার্কেট গুলোতে বেচাকেনার ভিড় দেখা যাচ্ছে সব বয়সি মানুষের। বিশেষ করে নারী ক্রেতার সংখ্যাই এবার বেশি। যতই ঈদ ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের ব্যস্ততা। ব্যবসায়ীরা ছাড়াও পাইকারি দরে জাকাতের শাড়ি, লুঙ্গি, কেনার জন্যও ভিড় করছে বিভিন্ন ব্যক্তি ও কর্ণধাররা। এবার কেনা বেচার মধ্যে ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয়পোশাক বাহাবলি, সাহারা, ডিমবালে ও মাছতানি কাপড়গুলো সবচেয়ে বেশি চলছে বলে মার্কেটগুলোর কয়েকজন দোকানদার জানান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। আল-জিলানী বস্ত্রালয়ের মালিক নাজমুল হোসেন জানান, রমজানের  প্রথম দিকে বেচাকেনা কম হলেও এখন রমজানের ২য় সপ্তাহে বিক্রি বেড়েছে অনেক। তবে এবার পুরুষের চেয়ে তরুণী ও মহিলা ক্রেতা বেশি। তরুণীরা এবার পছন্দের মধ্যে সাহারা ড্রেসই সবচেয়ে বেশি পছন্দ করছে। মাহি ফ্যাশনের মালিক সিরাজুল ইসলাম বলেন, এবার দোকানে ঈদ উপল¶ে সার্টপ্যান্টের পাশাপাশি পাঞ্জাবী চলছে সবচেয়ে বেশি। আর বাচ্চাদের পোশাকও এবার ভাল চলছে। পৌর এলাকার মার্কেটগুলোর পাশাপাশি ফুটপাতেও চলছে জমজমাট কেনাবেচা। পোশাকের সাথে এবার কসমেটিকস্ ও জুতার দোকানেও ক্রেতাদের ভীড় ল¶্য করা যায়। দেশি জুতার সাথে বিদেশি জুতার কদরও আছে মার্কেটগুলোতে। সব মিলিয়ে জমে উঠেছে পলাশ ঘোড়াশালের ঈদ বাজারগুলো।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন