সোমবার, ২০ জুন, ২০১৬

মনোহরদী পৌরসভাকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত




                                                                           মনোহরদী প্রতিনিধি:
মনোহরদী পৌরসভা গ শ্রেণি হতে সম্প্রতি খ শ্রেণিতে উন্নীত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গত ৩১ মে তারিখের ৮১১নং স্মারকের পরিপত্র মোতাবেক মনোহরদী পৌরসভাকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেন।
গত বৃহস্পতিবার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিষটি নিশ্চিত হন মনোহরদী পৌরসভা। পৌরসভা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হওয়ায় এলাকার লোকজন খুশী হয়েছেন। পৌরসভার কাউন্সিলররা বলেন, জনগণ দীর্ঘদিন যাবত আশায় ছি
ল পৌরসভার উন্নয়নে। বহু দিন পর নব-নির্বাচিত মেয়র জনগণের দাবি পূরণ করতে সফল হয়েছেন। পৌরবাসীদের মধ্যে অনেকেই বলেন বর্তমান পৌর মেয়রই পারবেন এই পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত মানের পৌরসভায় পরিণত করতে যেমনটি ইতোমধ্যে তিনি পৌরসভাকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করে আমাদের মাঝে উপহার দিয়েছেন। এছাড়াও মেয়র সুজন দিন দিন আমাদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছেন। এ ব্যাপারে মনোহরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. আমিনুর রশিদ সুজন বলেন, মনোহরদী পৌরবাসীকে কথা দিয়েছিলাম নির্বাচনে জয়ী হলে পৌরসভাকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করতে সর্বাত্মক চেষ্টা করে যাব। এছাড়াও পৌরসভা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হওয়ায় এলাকার জনসাধারণ এর সফলতা ভোগ করতে পারবেন বলে মেয়র মনে করেন। মেয়র আরো বলেন, নরসিংদী জেলা প্রশাসন ও পৌরবাসী সহ সকলের প্রচেষ্টায় আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আমি সেই জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মানুষের সেবায় নিজেকে এমনভাবে নিয়োজিত করতে চাই যেন পৌরবাসী আমাকে শতবর্ষ পরেও মনে রাখেন। ইতোমধ্যে নব-নির্বাচিত মেয়র পৌরসভার উন্নয়নে পৌরসভার কর্মকর্তা-কর্মচারি ও পৌরবাসিদের নিয়ে কয়েক দফা মতবিনিময় করছেন। এদিকে পৌরসভার উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন পৌর মেয়র আমিনুর রশিদ সুজন। ৬.৬৬ বর্গ কি.মি. আয়তনের মনোহরদী পৌরসভা ২০০২ সালে তৃতীয় শ্রেণির পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন