নরসিংদীর মনোহরদীতে ইভটিজিং’র দায়ে এক বখাটের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার মনোহরদী উপজেলার চন্দনপুর গ্রামের মো. ফজলুল হকের বখাটে ছেলে মো. সাইফুল ইসলাম (২৬)কে এ কারাদণ্ড প্রদান করেছেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহিদ উল্লাহ।
জানা গেছে, উপজেলার বীরগাও গ্রামের কলেজ পড়–য়া জনৈক ছাত্রীকে বখাটে সাইফুল বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো। সে তাকে বিয়ের প্রস্তাব দিলে তার পরিবার (মেয়ে পক্ষের পরিবার)
মেনে না নেয়ায় তার উপর ক্ষিপ্ত হয়ে রাস্তাঘাটে ইভটিজিং করতো বলে জানা গেছে। এ সকল বিষয় নিয়ে মেয়ে পক্ষের লোকজন একাধিকবার শালিসি বৈঠক করেও এর কোন প্রকারের সমাধান করতে পারেনি। বরং বখাটে ছেলের পিতা তার ছেলের কাছে বিয়ে দেয়ার জন্য চেষ্টা চালিয়েছে বলেও অভিযোগ রয়েছে। ভুক্তভোগী জনৈক কলেজ ছাত্রী জানিয়েছে, দীর্ঘ ২-৩ বছর যাবত সে তাকে প্রেম প্রস্তাব দিয়ে আসছিল। এতে কলেজ ছাত্রী সাড়া না দেয়ায় বখাটে সাইফুল তার সঙ্গীয় বখাটে বন্ধুদের সাথে করে নিয়ে এসে রাস্তায় ইভটিজিং করতো। চন্দনপুরবাসী বখাটে সাইফুলের ৬ মাসের সাজা প্রদানের বিষয়ে মনোহরদী উপজেলা প্রশাসনের নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন