শনিবার, ২৫ জুন, ২০১৬

নরসিংদীতে নারী সহায়তা কেন্দ্র বাস্তবায়ন













নিজ¯^ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে  প্রথম বারের মত নারী সহায়তা কেন্দ্র বাস্তবায়ন করেছেন পলাশ থানার পুলিশ। আজ শনিবার সকালে নরসিংদী জেলা পুলিশ সুপার আমেনা বেগম প্রধান অতিথি থেকে নারী সহায়তা কেন্দ্রটি উদ্বোধন করেন। এছাড়া পুলিশ সুপার আমে
না বেগম সাংবাদিকদের বলেন, সারাদেশে নারী  নির্যাতন বেশি হচ্ছে , নরসিংদী জেলার  কোন থানার ভিতরে নারী সহায়তা কেন্দ্র আগে ছিল না। আমি নরসিংদী জেলা পুলিশ সুপারের দায়িত্ব নেওয়ার পর থেকে নারীদের সহায়তা আরো বেশি করার জন্য থানার ভিতরে নারী সহায়তা কেন্দ্র
করার শিদ্দান্ত নেই। তবে পলাশ থানার ওসি আবুল কালাম আজাদের সৎ মনো ভাবনা এবং ওসির সহযোগিতার কারণে পলাশ থানায় নারী সহায়তা কেন্দ্র বাস্তবায়ন হয়েছে বলে জনান তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন