বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬

Farmers all smiles as lotkon yield high




Bumper production of lotkon (Burmese grape) has brought smile to farmers in Narsingdi as the demand for this delicious and nutritious fruit has increased in the market.
Lotkon trees would grow in bushes and jungles with almost no nurturing about two decades ago in the villages of Shibpur and Belabo upazilas of the district, where the soil is mainly red.

নরসিংদীতে অজ্ঞান করে লুট করে নেওয়া ৭০ ল¶ টাকার মালামাল উদ্ধার” আটক ৩


নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে অজ্ঞান করে লুট করে নেওয়া একটি এ¤\^য়ড্রারী ফ্যাক্টরীর প্রায় ৭০ ল¶ টাকার মালামাল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনপার সাথে জড়িত ৩ জন কে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাংবাদিকদের এই তথ্য জানান। সংবাদ সম্মেননে জানানো হয়, গত ১১ জুন নরসিংদীর সদর উপজেলার ভাটপাড়ার হানিফ এ্যামব্রয়ডারী ফ্যাক্টরির মালিক ও শ্রমিকদের অজ্ঞান করে প্রায় ৭০ ল¶ টাকা মূল্যের মালামাল নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে ছদœনামে শ্রমিক হিসেবে যোগ দেওয়া আরিফ এই ঘটনা ঘটান। কারখানার ২য় শীফটে কাজ করতে আসা শ্রমিকরা এসে অজ্ঞান মালিক ও

চার লেন হচ্ছে পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়ক



প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দুই লেনের পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়ক চার লেনে রূপান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরে অনুষ্ঠিত জাতী অর্থণেতিক পরিষদের (একনেক) সভায় প্রস্তাবের পর প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। যার মোট ব্যয় ব্যয় ধরা হয়েছে ২৬৯ কোটি ৮১ লাখ টাকা।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

তিনি বলেন, এখন থেকে প্রত্যেকটি জেলা সড়ক ও মহাসড়ক চার লেনে রূপান্তর করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ৫০ বছরের কথা চিন্তা করেই এটা করার কথা বলেছেন তিনি। আমরা যদি ভবিষ্যতের কথা চিন্তা করতাম, তাহলে ঢাকার যানজটের অবস্থা এতো ভয়াবহ হতো না।

পরিকল্পনামন্ত্রী জানান, শিল্প-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান এলাকায় কেউ জমি দিলে সরকারিভাবে ডে-কেয়ার সেন্টার তৈরিরও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

একনেক সভায় ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২৮১ কোটি ৬৯ লাখ টাকা।

আর চলমান ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের ব্যয় বাড়িয়ে করা হয়েছে ৪৭৪ কোটি ৭৬ লাখ টাকা। আগে এ প্রকল্পের ব্যয় ছিল ৩১৪ কোটি ৮২ লাখ টাকা।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৫৯ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ২০টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা হবে দেশজুড়ে। সভায় অনুমোদন পেয়েছে কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলাধীন বৈরাগীর হাট ও চিলমারী বন্দর ব্রহ্মপুত্র নদের ডান তীরের ভাঙন থেকে রক্ষা প্রকল্পও। এর মোট ব্যয় ধরা হয়েছে ২৫৬ কোটি ৯২ লাখ টাকা।

সভায় আরও অনুমোদন পায় ‘উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন’ প্রকল্পও। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৫১ কোটি ৫৭ লাখ টাকা।

এছাড়া, ৭১ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে হাতে কলমে কারিগরি প্রশিক্ষণে নারীদের গুরুত্ব দিয়ে বিটাকের কার্যক্রম সম্প্রসারণপূর্বক আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন প্রকল্প, বেসরকারি কলেজসমূহের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যবস্থাপনা পদ্ধতি উন্নীতকরণে ১ হাজার ৪০ কোটি টাকা ব্যয়ে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টও অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়।

পলাশের জিনারদীতে বিজিএফের চাল বিতরণ












নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের দুস্ত ও অসহায়দের মাঝে বিজিএফের চাল বিতরণ করা হয়ছে। আজ বৃহস্পতিবার সকালে জিনারদীর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১ হাজার ৪ শত দুস্ত ও অসহায় নারী

বুধবার, ২৯ জুন, ২০১৬

নরসিংদীতে প্রকাশ্যে গুলি ছুড়ে টাকা ছিনতাই অস্ত্রসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার। টাকা উদ্ধার হয়নি



নরসিংদী : নরসিংদী বাজারে দিন দুপুরে প্রকাশ্যে গুলি ছুড়ে ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। ছিনতাই করে পালানোর সময় বিদেশী রিভলবারসহ ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ছিনতাইকৃত টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। আটক ২ ছিনতাইকারী টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও ব্যবসায়ী বলছেন টাকা ছিনতাই হয়েছে। আজ বুধবার দুপুরে নরসিংদী বাজোরে সোনালী ব্যাংকের প্রিন্সিপাল শাখার সামনে এই ঘটনা ঘটে। গুলির শব্দ শুনে টহলরত পুলিশে এগিয়ে আসে। এসময় ছিনতাইকারীরা পুলিশ দেখে মহল্লার ভিতর দৌড়ে চলে যায়। তারপর নরসিংদী মডেল থানার প্রায় অর্ধশতাধিক পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে একটি .৩৭৫ বোরের একটি অত্যাধূনিক বিদেশী অস্ত্র ও ৩ টি গুলি ও ২ টি গুলির খোসা উদ্ধার করে।
add

পলাশে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত





পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে ইফতার ও দোয় মাহফিলটি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি এরফান আলীর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সাধারণ

নরসিংদীর মাধবদীতে গরুর মাংস ৮০০ গ্রামে ১ কেজি বিক্রি


 নরসংদীর মাধবদীতে কসাইদের সীমাহীন প্রতারণায় চরম বিপাকে পড়েছেন মাংস ক্রেতারা। ৪০০টাকা থেকে ৪২০ টাকা কেজি হিসেবে মাংস কিনলেও প্রায় সব দোকানেই কেজিতে ৭০০ থেকে ৮০০ গ্রাম পাওয়া যাচ্ছে।
এ নিয়ে প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটছে। কেউ এব্যাপারে প্রতিবাদ করলে অশ্লীল গালিগালাজ এমনকি অনেক সময় লাঞ্চনার শিকার হতে হয়। আজ রোববার এমনি এক ঘটনার প্রতিবাদ করে কসাইদের আক্রোশের শিকার হন আলগী মনোহরপুর গ্রামের বাবুল ও এমরান।
ভুক্তভোগীরা জানান, ঘটনারদিন দুপুরে তারা তাবলিগ জামাতের সদস্যদের জন্য বা

নোবেল-তিশার ‘যাযাবর প্রেম’


দর্শকপ্রিয় মডেল আদিল হোসেন নোবেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবারের ঈদে একটি নাটকে অভিনয় করেছেন। নাম ‘যাযাবর প্রেম’।
এটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। নাটকটি আসছে ঈদের পঞ্চম দিন বাংলাভিশনে রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে। এর আগে আদিল হোসেন নোবেল ও নুসরাত ইমরোজ তিশা আফজাল হোসেনের নির্দেশনায় ‘সিটিসেল’ এবং অমিতাভ রেজার নির্দেশনায় ‘কেয়া’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। এই নিয়ে দ্বিতীয়বারের মতো তারা দুজন নাটকে অভিনয় করলেন।

নরসিংদীতে তাঁতের দখল নিয়েছে পাওয়ারলুম


হস্তচালিত তাঁত দিয়ে কাপড় বুনছেন এক শিল্পী। একটি কাপড় তৈরি করতে খুব কষ্ট করতে হলেও তাঁদের অনেকে সে অনুযায়ী পাচ্ছেন না মজুরি।
শত বছরের পুরোনো নরসিংদীর হস্তচালিত তাঁতশিল্প। সেই শিল্পকে ঘিরে গড়ে উঠেছিল এক সমৃদ্ধ বাণিজ্যনগরী। মৌলিক চাহিদা বস্ত্রের জোগান দিতে গড়ে উঠেছিল বহু হস্তচালিত তাঁতের কারখানা। সেসব কারখানায় পা ও হাতের নিপুণ ছন্দে সুতার একের পর এক বুননে কারিগররা তৈরি করতেন শাড়ি, লুঙ্গি ও গামছা। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় সেই তাঁতশিল্পের কারিগরদের দিন কাটছে এখন অভাব-অনটনে।

নরসিংদীতে ৩০ লাখ টাকার হেরোইন উদ্ধার


 
নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীতে ৩০ ল¶ টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে আলামিন (৩২) ও রাজশাহীর পবা থানাধীন মোল্লাপাড়া এলাকার মৃত. এনামুল মিয়ার স্ত্রী ফাহিমা

মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

বেলাবতে ৬শত ২৫ জন জেলের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান


 বেলাবতে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রকল্পের আওতায় ৬শত ২৫ জন জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২ টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবার সভাপতিত্বে কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম, স্থানীয় সাংসদের ব্যক্তিগত সহকারী এডভোকেট শহিদুল্লাহ, মহিলা কর্মকর্তা জেরীন সুলতানা, ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার,

রায়পুরায় সমাজসেবা কর্মকর্তাকে হুমকি দিয়ে আবারও আলোচনায় সাদেক চেয়ারম্যান কথা মতো কাজ না করলে হাত-পা ভেঙ্গে ফেলব


স্টাফ রিপোর্টার:
রায়পুরায় অবৈধ নির্দেশ না মানায় এবার উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে হাত-পা ভেঙ্গে ফেলার হুমকি দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল সাদেক। গত রবিবার দুপুরে উপজেলার মরজাল কাজি মো. বশির উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ নির্বাচনে অযৌক্তিক দাবী না রাখায় তিনি এই হুমকি দেন। এই ঘটনায় ভীত উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেদোয়ান হোসেন ছুটিতে গেছেন।
আবদুল সাদেক উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে সমালোচিত হওয়া এই নেতার বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন।
বিদ্যালয়ের নির্বাচন বোর্ড সূত্রে জানা যায়, আগামী ২১ জুলাই মরজাল কাজি মো. বশির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন। তফসিল অনুযায়ী গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি ও জমা

পলাশে সুদের টাকা না দেওয়ায় মা মেয়েকে কুপিয়ে আহত” আটক ১



নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশে সুদের ৫০০ টাকা না দেওয়ায় মা জমিলা ও মেয়ে জোসনা কে কুপিয়ে আহতর ঘটনা ঘটেছে, এ ঘটনায় খোরশেদ (২৫) নামে একজনকে আটক করেছেন পলাশ থানার পুলিশ । থানা সুত্রে জানা যায়, গত ১৯ জুন বিকেল বেলায় পলাশ উপজেলার আর্দশগ্রামে জমিলা বেগমের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এতে জমিলা বেগম সহ তার  মেয়ে জোসনা খোরশেদের হাতের চাপাতির আঘাতে  গুরুত্বর আহত হন। এবিষয়ে জমিলা বেগম সাংবাদিকদের জনান, আমি গত ১০/০৪/০১৬ইং তারিখে একই এলাকার খোরশেদের  কাছ থেকে মাসে ৫০০ টাকা সুদ হিসেবে ৫০০০ টাকা আমার মেয়ের চিকিৎসার জন্য নিয়ে আশি তার পর ২৮/০৪/০১৬ইং তারিখে আমি আসল ৫ হাজার টাকা দিয়ে দেই কিন্তু সুদের ৫০০ টাকা বাকী থাকে ।  সুদের ৫০০টাকা বাকী থাকার কারণে বিভিন্ন সময় আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি খোরশেদের গালিগালাজ সহ্য করতে না পে

রবিবার, ২৬ জুন, ২০১৬

মাদক সেবনের দায়ে দুই জনের ৬ মাসের কারাদন্ড

   পলাশ প্রতিনিধিঃ
আজ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস আর এই দিবসের প্রথম দিনেই নরসিংদীর পলাশে মাদক সেবনের দায়ে টুটুল (২০) ও আবদুল রসিদ (৩২) নামে দুই মাদক সেবনকারীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে উপজেলা ভ্রাম্যমান আদালত। আজ রবিবার দুপুরে পলাশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার এই

শনিবার, ২৫ জুন, ২০১৬

ফেসবুকে লগ ইন অবস্থায় নীল ছবি দেখেন? জানুন কি সমস্যায় পড়ছেন

 ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার বা স্মার্টফোনে ফেসবুক ব্যবহারের পর অনেক সময়ই তা লগআউট করা হয়না। অনেকেই এমনটা করে থাকেন।
বিশেষ করে মোবাইলে যারা ফেসবুক ব্যবহার করেন, তাদের বেশিরভাগই নিজের প্রোফাইল লগআউট করেন না। অথচ লগআউট করাটা জরুরি।
কেননা ফেসবুকে লগইন থাকাকালীন অন্য ওয়েবসাইট থেকে পর্নো ছবি বা যৌনতা সংক্রান্ত কোনো ভিডিও বা ছবি দেখলে, পরবর্তীতে বিভিন্ন ওয়েবসাইট ভিজিটে যৌনতামূলক বিজ্ঞাপন এসে জুড়ে বসে।
উদাহরণস্বরুপ, ল্যাপটপ বা মোবাইল থেকে ফেসবুকে আপনি লগইন রয়েছেন। একই

জঙ্গিদের সাথে মিল রয়েছে আওয়ামীলীগের .. রিজভী


নরসিংদী প্রতিনিধিঃ

বিএনপির সিনিয়র যুগ্ম- মহাসচিব এ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন, জঙ্গিদের সাথে মিল রয়েছে আওয়ামীলীগের জঙ্গিরা কুপিয়ে মানুষ হত্যা করে। রাতের অন্ধকারে মানুষের সহায় স¤\^ল লুট করে নেয়। আওয়ামীলীগও একই কাজ করেন। হত্যা আর রক্তপাত হচ্ছে আওয়ামীলীগের সংস্কৃতি। কারণ তারা গনতন্ত্র বুঝে না। রিজভী আরো বলেন,পার্লামেন্টে এলাকার মানুষের অভাব-অভিযোগ উঠার কথা। কিন্তু সেখানে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সংসদ এখন বিচিত্রা অনুষ্ঠানের স্থানে পরিনত হয়েছে। উত্তপ্ত বাক্য বিনিময়ে মধ্য দিয়ে যেখানে সাধারণ মানুষের অধি

মাধবদীর সানমুন টেইলার্সের প্রতারণার শিকার শত শত গ্রাহক


প্রাচ্যের ম্যানচেষ্টার হিসেবে খ্যাত মাধবদী বাজার স্কুল মার্কেটে দীর্ঘ কয়েক  বছর যাবত সানমুন টেইলার্সের  সেবার নামে  প্রতারণার শিকার হয়ে আসছে   মাধবদী ও এর আশপাশের এলাকর মানুষ।

জানা যায় ঢাকার ঐতিহ্যবাহী সানমুন টেইলার্সের অবিকল নকল নাম ব্যাবহার. করে এবং এদের শাখা পরিচয় দিয়ে সানমুন জেন্টস. লেডিস এবং পাঞ্জাবী টেইলার্স এর নামে এ প্রতারণার জাল বিস্তার. করেছে জৈনক ফারুক নামধারী ব্যাক্তি ।

পলাশে শাপলা সমিতির আয়োজনে ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত


পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৯৯৩ ইং ব্যাচ শাপলা সঞ্চয় সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বিদ্যুৎ কেন্দ্রের ক্লাবে শাপলা সঞ্চয় সমিতির সভাপতি সুরুজ্জামানের সভপতিত্বে ইফতার মাহ্ফিলটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংস্থার সহ সভাপতি আলী আজম, আনছার উদ্দিন, সাধারণ

নরসিংদীতে নারী সহায়তা কেন্দ্র বাস্তবায়ন













নিজ¯^ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে  প্রথম বারের মত নারী সহায়তা কেন্দ্র বাস্তবায়ন করেছেন পলাশ থানার পুলিশ। আজ শনিবার সকালে নরসিংদী জেলা পুলিশ সুপার আমেনা বেগম প্রধান অতিথি থেকে নারী সহায়তা কেন্দ্রটি উদ্বোধন করেন। এছাড়া পুলিশ সুপার আমে

শুক্রবার, ২৪ জুন, ২০১৬

নরসিংদীতে সড়ক র্দুঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩



নিজে¯^ প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ চিকিৎসক ও চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের কুন্দারপাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস দূর্ঘটনাস্থল  থেকে আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই বঙ্গবন্ধু মেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজিষ্ট ডা. কলিমুল্লাহ(৫০) ও চালক নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে গাইনী বিশেষজ্ঞ ডা. স্মৃতি কণার(৪০) মুত্য হয়। নিহত চালক মিজান ও ডা

বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৬


 নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুর উপজেলায় মাইক্রোবাস ও পাথরবাহী ট্রাকের মুখোমুখি  সংঘর্ষে দুজন নিহত ও ৬ জন আহত হয়েছে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নরসিংদীর  শিবপুর উপজেলায় মাইক্রোবাস ও পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ জন নিহত ও ৬ জন আহত হন। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে ঢাকা-সিলেট  মহাসড়কে উপজেলার কুন্দারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎ¶ণিকভাবে নিহত ২ জনের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিরা হলেন—নেত্রকোনার

পলাশ থানার আয়োজনে ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত



তাজা খবর প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ থানা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পলাশ থানার ওসি আবুল কালাম আজাদের সভাপতিত্বে থানার  মাঠ প্রাঙ্গনে ইফতার মাহ্ফিলটি অনুষ্ঠিত  হয়। ইফতার  মাফিলে  উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা সহকারী পুলিশ সুপার খালেদ ইফতেফার, সহকারী পুলিশ সুপার রেদোয়ান আহাম্মেদ, ওসি তদন্ত বিপ্লব কুমার, সহকারী অফি

বুধবার, ২২ জুন, ২০১৬

ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের এগ্রিকোতে আগুন -আহত ২








পলাশ প্রতিনিধিঃ
ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে অবস্থিত এগ্রিকো পাওয়ার প্লান্টে এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গুরুত্বর আহত হয়েছে কোম্পানির ২ শ্রমিক। গুরুত্ব আহত অবস্থায় তাদের ঢা

তৌকিরের ছবিতে জাহিদ-তিশা-মোশাররফ


অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদের নতুন ছবিতে অভিনয় করবেন জনপ্রিয় তিন অভিনয়শিল্পী।
তৌকিরের পরিচালনায় ‘হালদা’ নামের ছবিতে অভিনয় করবেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা এবং মোশাররফ করিম।
জনপ্রিয় এই তারকাদের ব্যাপারে তৌকির আহমেদ জানান, গল্পের প্রয়োজনেই তাদের নির্বাচন করেছি। ছবির গল্প তাদের পছন্দ হয়েছে, আশা করছি তারাও ভালো কিছু দিবেন।

বয়সে বড় মেয়েদের প্রেমে পরার কারণ!


নিউজ ডেস্ক: আপনার থেকে বয়সে বড় মেয়েদের কি আপনার বেশি পছন্দ হয়? যেমন ধরুন, ক্লাস করছেন, পড়ায় মন নেই। হা করে ম্যাডামের দিকে তাকয়ে রয়েছেন। আবার আপনার থেকে বড় ক্লাসে পড়ে এবং আপনার পাড়ার বড় মেয়েদের আপনি বেশি পছন্দ করেন। তাহলে আজকের লেখাটা আপনার জন্য।
আসলে বয়সে বড় মেয়েদের প্রেমে পরার কিছু কারণও রয়েছে। চলুন তাহলে জেনে নেয়া যাক বয়সে বড় মেয়েদের প্রেমে পরার কিছু কারণ

অন্তর্বাস পরার যেসব ভুলে হুমকির মুখে পড়ছে আপনার স্বাস্থ্য


অন্তর্বাস পরিধান করার ব্যাপারে তেমন চিন্তাভাবনা করি না আমরা কেউই। কিন্তু পোশাকের নিচে, শরীরের সবচাইতে কাছাকাছি থাকা অন্তর্বাসের ওপরে আমাদের সুস্থতা অনেকটাই নির্ভর করে। আর অন্তর্বাস পরার ভুলের কারণেই বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ছি আমরা। দেখে নিন, এসব ভুলের কারণে আপনিও কি অসুস্থ হয়ে পড়ছেন?

১) অতিরিক্ত আঁটসাঁট অন্তর্বাস

আঁটসাঁট অন্তর্বাস পরতেই যে কেবল অস্বস্তি লাগে তাই নয়, বরং ঘষা লেগে লেগে ত্বকের ক্ষতি হতে পারে। এছাড়া ভ্যাজিনাল ইরিটেশনও ঘটতে

নরসিংদীতে ফোন করলেই মিলছে মাদক


তাজা খবর প্রতিবেদকঃ
নরসিংদীর মাধবদী থানা এলাকায় মাদক ব্যবসা ও সেবন ব্যাপক হারে বেড়ে গেছে। চাইলেই হাতের নাগালে পৌঁছে যাচ্ছে গাঁজা, মদ, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য
মাদকের এ ভয়াবহ ছোবলে যুব সমাজ বিপথগামী হয়ে পড়েছে। এ অবস্থায় অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছেন। এদিকে গত ১ জুন মাধবদী থানার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এ থানায় মাদকের মামলা হয়েছে ১১টি। এ সময়ের মধ্যে মাধবদী থানা পুলিশ ১৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। ভ্রাম্যমাণ আদালতে সা

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের হাতে লাঠি তুলে দিলেন পলাশ থানার ওসি




পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের হাতে বাঁশের লাঠি তুলে দিলেন পলাশ থানার ওসি আবুল কালম আজাদ। আজ বুধবার সকালে পলাশ থানার মাঠে সংখ্যালগুদের নিয়ে এক আলোচনা সভা শেষে ঐক্যপরিষদের নেতৃবৃন্দের হাতে তিনি এই লাঠি তুলে দেন । সারা দেশের সংখ্যালগুদের উপর গুপ্ত হামলার প্রতিবাদ ও নিজেদের নিরাপত্তার জন্য পলাশ থানার আয়োজনে আলোচনা

পলাশে শিবির সদস্য আটক



পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলায় সোবাহান(২৫) নামে এক শিবির সদস্য কে আটক করেছে পলাশ থানা পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার দড়িহাওলাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সোবাহান দড়িহাওলা পাড়া এলাকার তাইজুদ্দিন মিয়ার ছেলে ও নরসিংদী সরকারী কলেজ শাখা ছাত্রশিবিরের কার্যকারী সদস্য।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আটকের পর

মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

সিজার করা ভালো নাকি নরমাল ডেলিভারি?


যদিও সিজারিয়ান করানো খুব সাধারণ ব্যাপার আজকাল, কিন্তু এটা একটা বড় অপারেশন তাই এর নিজস্ব কিছু ঝুঁকি থাকে। এজন্য চিকিৎসা সংক্রান্ত কারণ ছাড়া ডাক্তার সিজারিয়ান করানোর পরামর্শ দেননা। গর্ভাবস্থায় কোন জটিল সমস্যা যদি সৃষ্টি না হয় তাহলে ভ্যাজাইনাল বার্থ বা নরমাল ডেলিভারি নিরাপদ। নরমাল ডেলিভারি শুধু বর্তমান গর্ভাবস্থার জন্যই ভালো নয় বরং পরবর্তীতে গর্ভধারণের জন্যও ভালো।
কখনো কখনো মা ও বাচ্চার জীবন রক্ষার্থে সিজারিয়ান করতে হয়, সেই পরিস্থিতিতে প্রশ্নাতীত ভাবেই সিজারিয়ান করানোটা হচ্ছে সবচেয়ে নিরাপদ। আবার এমনও হতে পারে যে, আপনি কোন বিশেষ দিনে বিশেষ উপায়ে বাচ্চার জন্ম দিতে চান তখন ডাক্তার আপনাকে সিজারিয়ান করানোর পরামর্শ দেন। তবে আপনার এই সিদ্ধান্ত আপনার স্বাস্থ্য ও জীবনধারায়

বুবলির প্রেমে বস


                                                                           বিনোদন ডেস্ক- 
শামীম আহমেদ রনির সিনেমা মানে নতুন নতুন চমক। নায়কের লুক, নায়িকা নির্বাচন, দৃশ্যায়ন বা গল্প যা হোক— আলোচনা থাকবেই। ব্যতিক্রম হচ্ছেন না ‘বসগিরি’তেও। শুটিং ফ্লোরে থাকা রনির দ্বিতীয় সিনেমাটি প্রায়ই খবরের শিরোনাম হচ্ছে।
রনির ‘মেন্টাল’-এর মতো এ সিনেমারও নায়ক শাকিব খান। তার বিপরীতে আছেন বুবলি। সংবাদ পাঠিকা থেকে সিনেমায় নাম লেখানো এ নবাগতাকে পর্দায়ও দেখা যাবে বুবলি নামে। ফেসবুকে রোববার রাতে রনির শেয়ার করা প্রোডাকশন স্টিলে তা-ই দেখা গেল।

নরসিংদীতে গুপ্ত হত্যার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন




                                                                            স্টাফ রিপোর্টার:

 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নরসিংদী জেলা ইউনিট কমান্ডার আব্দুল মোতালিব পাঠান এর নেতৃত্বে জঙ্গী, সন্ত্রাস ও গুপ্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন গত বরিবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সম্মুখে অনুষ্ঠিত হয়।
মানববন্ধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নরসিংদী মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, জেলা ডেপুটি কমান্ডার আব্দুল হক, সহকারি কমান্ডার (সাংগঠনিক) আবুল খায়ের ভূইয়া, সহকারি কমান্ডার হাসেন আলী, মো. মোজাম্মেল হক ভূইয়া, আরমান, সদর উপজেলা কমান্ডার পবিত্র রঞ্জন দাস মহাদেব, অন্যান্য নেতৃবৃন্দের ম

বেলাবতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময়



 বেলাব উপজেলা নব যোগদানকৃত নির্বাহী অফিসার উম্মে হাবিবার সাথে বেলাব উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যদের মতবিনিময় ও পরিচিতি সভা গত রোববার দুপুরে নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শেখ আব্দুল জলিল, সহ-সভাপতি মকবুল হাসান রজনী, যুগ্ম সম্পাদক আশিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, দুলাল, এবং সাবেক সভাপতি ঈসমাইল

নরসিংদীতে নকল হিজড়া সেজে চাঁদাবাজির অভিযোগ


তাজা খবর প্রতিবেদকঃ
হোটেল বাবুর্চি বাতেন এখন হিজড়া সেজে অবাধে তোলাবাজি আর চাঁদাবাজীতে লিপ্ত হয়েছে। নকল হিজড়া এই বাতেন ও তার বাহিনী বেপরোয়া তোলাবাজি ও চাঁদাবাজির মুখে হাট বাজারের খুদে ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়েছে। প্রতিদিন নরসিংদী শহরের ব্রাক্ষন্দী নয়াবাজার সহ বিভিন্ন বাজারে হানা দিয়ে বাতেন ও তার বাহিনী লুটে নিচ্ছে হাজার-হাজার টাকার মালামাল ও টাকা পয়সা। তার পিছনে নকল হিজড়াদের দল থাকায় কেউ তার বিরুদ্ধে

নরসিংদী সরকারী কলেজে এইচএসসিতে ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায় ॥ অভিযোগের আঙ্গুল অধ্যক্ষের দিকে





 নরসিংদী সরকারী কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিকে কেন্দ্র করে চলছে রমরমা বাণিজ্য। ভর্তি নির্দেশিকা ও ভর্তি ফরমের নাম করে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। অতিরিক্ত এই অর্থ আদায়ের জন্য কলেজের অধ্যক্ষের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন ছাত্র-ছাত্রীরা। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দেওয়া টাকার বাইরে প্রতি জনের কাছ থেকে আদায় করা হচ্ছে ১০০ টাকা করে। অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি স্বীকার করে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খবরটি প্রকাশ না করার অনুরোধ

নরসিংদীর মহারাণী প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ’র ১০ লক্ষ টাকা অর্থদণ্ড


 নরসিংদীর বাগহাটা সাহেপ্রতাপ এলাকায় অবস্থিত মহারাণী প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক কারখানাটি পরিবেশ দূষণের দায়ে পরিবেশ অধিদপ্তর ১০ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে।
জানা গেছে, কারখানাটি পরিবেশের ক্ষতি করে দীর্ঘদিন যাবত এক চেটিয়া ব্যবসা করে আসছিল। এরই প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক এ.কে.এম মিজানুর রহমান প্রতিষ্ঠানটিকে ২৩ লক্ষ ৯৬ হাজার ১শত ৬০ টাকা ক্ষতিপূরণ ধার্য ও পরিশোধের নির্দেশ প্রদান করে একটি চিঠি ইস্যু করেন। পরে

পলাশে পানিতে ডুবে শিশুর মৃত্যু



পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলায় পানিতে ডুবে ডিপজল নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত কাল সোমবার রাতে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ডুবরীদল শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে । নিহত ডিপজল পলাশ বাজার

সোমবার, ২০ জুন, ২০১৬

নারীদের স্তনে ব্যথা হওয়ার ৭ টি কারণ


স্তন ব্যথা করলে অনেক নারীই ভেবে বসেন স্তন ক্যান্সার হয়েছে। কিন্তু স্তন ব্যথা অধিকাংশ ক্ষেত্রে এই রোগের সাথে সম্পর্কিত নয়। এটা আপনার স্তনে আঘাত হতে পারে কিংবা অন্য কোন কারনেও হতে পারে। অধিকাংশ নারী তাদের স্তনে ব্যথা অনুভব করেন বিভিন্ন সময় এবং এই ব্যথা হওয়ার আসল কারণ অনেক কিছুই হতে পারে। পিরিয়ড চলা কালীন সময়ে স্তনে ব্যথা হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার এটা কোন চিন্তার বিষয় নয়। কারণ এই ব্যথা শুধু মাত্র দেহে হরমোন পরিবর্তনের কারণেই হয়ে থাকে।
কিন্তু তারপরও অনেক নারী চিন্তিত থাকেন স্তনে ব্যথা হওয়ার কারণে এবং তারা অনেকেই

ঈদের ‘ইত্যাদি’তে ৪ মিনিটের নাটকে ৪ তারকা


প্রতিবারের মতোই বিষয় বৈচিত্র্যে ঠাসা এবারের ‘ইত্যাদি’র ঈদের পর্বেও রয়েছে একটি চমৎকার শিক্ষা ও সচেতনতামূলক নাট্যাংশ।
এ অনুষ্ঠানে অনেক বড় বড় গল্প, ছায়াছবি ছোট্ট পরিসরে চমৎকারভাবে ইতিপূর্বে দেখানো হয়েছে। যেমন ৪ মিনিটে পুরো নাটক, ৪ মিনিটে নবাব সিরাজউদ্দৌলা, ৪ মিনিটে বিদেশিদের দিয়ে সম্পূর্ণ ছবি, ৪ মিনিটে লোকযাত্রা, ৪ মিনিটে দেবদাস, ৪ মিনিটের পারিবারিক মিনি ড্রামা ইত্যাদি। তারই ধারাবাহিকতায় এবার ঈদ ‘ইত্যাদি’তে রয়েছে ৪ মিনিটের একটি বিশেষ পর্ব। যেখানে দেখা যাবে ভিনগ্রহের তিন মানবের এই পৃথিবী নামক গ্রহে আগমন ও ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরে যাওয়া।
ব্যতিক্রমী এই নাট্যাংশে অংশ নিয়েছেন অভিনেতা ও পরিচালক শহীদুজ্জামান

নরসিংদীতে দারুল ওহী ইন্টারন্যাশনাল মাদ্রাসার ইসলামী কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত




 পবিত্র মাহে রমজান উপলক্ষে দারুল ওহী ইন্টারন্যাশনাল মাদরাসা এক ইসলামিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। পবিত্র কোরআন ও হাদিসের ৪৯টি প্রশ্ন সমন্বয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় নরসিংদী জেলার প্রায় ২শত শিক্ষা প্রতিষ্ঠানের ১০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে ১০০ সঠিক উত্তরদাতাকে লটারির মাধ্যমে বাছাই করে পুরস্কৃত করা হয়। এ উপলক্ষে গত  নরসিংদী সদর উপজেলা বেলাটি গ্রামে দারুল ওহী ইন্টারন্যাশনাল মাদরাসা মাঠে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মনোহরদী পৌরসভাকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত




                                                                           মনোহরদী প্রতিনিধি:
মনোহরদী পৌরসভা গ শ্রেণি হতে সম্প্রতি খ শ্রেণিতে উন্নীত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গত ৩১ মে তারিখের ৮১১নং স্মারকের পরিপত্র মোতাবেক মনোহরদী পৌরসভাকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেন।
গত বৃহস্পতিবার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিষটি নিশ্চিত হন মনোহরদী পৌরসভা। পৌরসভা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হওয়ায় এলাকার লোকজন খুশী হয়েছেন। পৌরসভার কাউন্সিলররা বলেন, জনগণ দীর্ঘদিন যাবত আশায় ছি

পলাশে দুই কেজি গাঁজাসহ আটক ২

 
 পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে দুই কেজি গাঁজা সহ আলম (২৮) ও সুমন (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পলাশ থানা পুলিশ। গতকাল রবিবার রাতে উপজেলার ঘোড়াশাল ভাগদী নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃত আলম ব্রাক্ষবাড়ির বিবাড়িয়া এলাকার আবুল মিয়া ও সমুন সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, আটকৃতরা গোপণে র্দীঘদিন যাবৎ নরসিংদীর সহ বিভিন্ন জেলায় মাদক

রবিবার, ১৯ জুন, ২০১৬

প্রধান তথ্য অফিসার শামীম চৌধুরী সচিব মর্যাদায় পদোন্নতি




 প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরীকে সচিব সমমর্যাদার গ্রেড-১ এ পদোন্নতি প্রদান করা হয়েছে। বুধবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির আদেশ জারি করা হয়।
পয়লা জুন অনুষ্ঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভার সুপারিশ মোতাবেক বিসিএস তথ্য (সাধারণ) ক্যাডারের সদস্য এ কে এম শামীম চৌধুরীকে গ্রেড-১ এ পদোন্নতি প্রদানপূর্বক ইতোপূর্বে পদায়নকৃত প্রধান তথ্য অফিসার পদে বহাল রাখা হয়েছে।

বেলাবতে গাভী পালন করে স্বচ্ছলতা ফিরে এসেছে অনেক পরিবারের

একসময় বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবার অভিলাষে ৪টি গাভী দিয়ে শুরু করে বেলাব উপজেলার পোড়াদিয়া গ্রামের শিক্ষিত বেকার বাদল মিয়া। নিজের অদম্য ইচ্ছা আর পরিশ্রমকে কাজে লাগিয়ে কয়েকটি গাভী দিয়ে প্রথম যাত্রা শুরু হয় তার। বর্তমানে ছোট বড় মিলিয়ে প্রায় ৪০টি গাভী রয়েছে তার। এরই মধ্যে ৩০টি গাভী দুধ দেয়। দুধ বিক্রি করে যা আয় হয়। তা দিয়ে পরিচর্যা কারী, পশুদের খাবার এবং ঔষুধের খরচ বাদ দিয়ে তার পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দে চলছে দিন। তাছাড়া বাদল মিয়ার অধীনে রয়েছে ইন্দোনেশিয়া থেকে আনা রাম ছাগল যার প্রতিটির

মনোহরদীতে ইভটিজিং’র দায়ে বখাটের ৬ মাসের কারাদণ্ড



 নরসিংদীর মনোহরদীতে ইভটিজিং’র দায়ে এক বখাটের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার মনোহরদী উপজেলার চন্দনপুর গ্রামের মো. ফজলুল হকের বখাটে ছেলে মো. সাইফুল ইসলাম (২৬)কে এ কারাদণ্ড প্রদান করেছেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহিদ উল্লাহ।
জানা গেছে, উপজেলার বীরগাও গ্রামের কলেজ পড়–য়া জনৈক ছাত্রীকে বখাটে সাইফুল বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো। সে তাকে বিয়ের প্রস্তাব দিলে তার পরিবার (মেয়ে পক্ষের পরিবার)

নরসিংদীতে ট্রেনের কয়েক হাজার যাত্রীর জন্য বরাদ্দ মাত্র ৭৫টি টিকেট যাত্রী দুর্ভোগ চরমে ॥ আরো আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি



                                                                            স্টাফ রিপোর্টার:
 সকাল ৯টায় নরসিংদী রেলওয়ে স্টেশনে হাজারো যাত্রীর ভীড়। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকুরিজীবি, ব্যবসায়িসহ বিভিন্ন পেশার যাত্রী অপেক্ষা করছে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্ধুর প্রভাতী ট্রেনের জন্য। কাউন্টারের সামনে টিকেটের জন্য লম্বা লাইন। কিন্তু অবাক করা বিষয় হলো, বিপুল সংখ্যক যাত্রীর জন্য নেই কোন আসন বরাদ্দ।
Pic- 01
শুধু এগারসিন্ধুর নয়, একই অবস্থা যাত্রাবিরতি করা অধিকাংশ ট্রেনের। এ স্টেশনে প্রতিদিন কয়েক হাজার লোক যাতায়াত করলেও তাদের জন্য বরাদ্দ মাত্র ৭৫টি টিকেট। ফলে দাঁড়িয়ে গাধাগাধি করে ট্রেন ভ্রমণ করায় নরসিংদীর যাত্রীদের দুর্ভোগ ও বিড়ম্বনা নিত্যদিনের সঙ্গী। যাত্রী সেবার মান বৃদ্ধি করতে নরসিংদী স্টেশনে সকল আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি ও আসন সংখ্যা বৃদ্ধির দাবি নরসিংদীবাসীর।
জানা যায়, রাজধানী ঢাকার পাশ্ববর্তী জেলা নরসিংদী। এ জেলা শিল্প, বাণিজ্য, কৃষির জন্য খ্যাত। কিন্তু নরসিংদী রেলওয়ে স্টেশনে রয়েছে মাত্র ৪টি আন্তনগর ট্রেন কিশোরগঞ্জ এক্সপ্রেস, এগারসিন্ধুর, মহানগর ও চট্টলা এক্সপ্রেসের যাত্রাবিরতি। কিন্তু নোয়াখালীর অনেক লোক নরসিংদীতে বসবাস করলেও এখানে নেই নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস এর স্টপেজ। সিলেটের সাথে নরসিংদীর বড় ধরনের বাণিজ্যিক সম্পর্ক থাকলেও নরসিংদীতে নেই সিলেট-ঢাকা রুটের চলাচলকারী কালনী, উপবন ও জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রাবিরতী। নেই বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামগামী মহানগর প্রভাতীসহ অন্যান্য আন্তনগর ট্রেনের

ঈদকে সামনে রেখে জমে উঠেছে পলাশ ঘোড়াশাল পৌর বাজারগুলো



তাজা খবর প্রতিবেদকঃ
রমজানের ২য় সপ্তাহে জমজমাট হয়ে উঠেছে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ও শিল্প এলাকার ঈদের বাজার। ঈদকে সামনে রেখে এখন কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে লোকজন। নতুন কালেকশন আর নতুন ফ্যাশনের সংঙ্গে আপডেট রাখতে দোকানদাররা যেমন ব্যস্ত তেমনি পছন্দের কালেকশনটি সবার আগে লুফে নিতে ক্রেতারাও মরিয়া হয়ে যান। এদিকে ঘোড়াশাল পৌর এলাকার অনেক পুরোনো মার্কেট পলাশ বাজার, রহিম সুপার মার্কেট, হোসেন মার্কেট, এস,এ প্লাজা,

নরসিংদীতে রিকশা চালকের প্রতারণার ফাঁদে জেসমিন





                                                                             স্টাফ রিপোর্টার: 
নরসিংদী শহরের রিকশা চালকের প্রতারণার ফাঁদে পড়েছেন ভেলানগরের জেসমিন আক্তার। জানা গেছে, শহরের ভেলানগর এলাকার জেসমিন আক্তার গত শুক্রবার নরসিংদী বাজার স্বর্ণ পট্টি থেকে রিকশা যোগে বাসায় আসার পথে হঠাৎ চালক রিকশা থামিয়ে রিকশা থেকে নেমে নিচ থেকে একটি ছোট ব্যাগ নিয়ে বলে “আপা এর ভিতরে কি আছে দেখেনতো”। রিকশাযাত্রী ছোট ব্যাগটি খুলে দেখেন লাল কাগজ দিয়ে মোড়ানো একটি সোনালী রংয়ের স্বর্ণের বার। রিকশাযাত্রী তাকে এটি ফেরত দিয়ে বলেন এটি আপনার কাজে লাগবে আপনার কাছে রেখে দিন। তৎক্ষনাৎ প্রতা