বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭

পলাশে উৎসব মুখর পরিবেশে ঘুড়ি উৎসব পালিত








পলাশ সংবাদদাতাঃ

চৈত্রসংক্রান্তির বাংলা ১৪২৩ সালকে বিদায় জানাতে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়েছে ঘুড়ি উৎসব। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার বিভিন্ন শ্রেণী পেষার মানুষ রঙ বেরঙের ঘুড়ি নিয়ে উপজেলা শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে উপস্থিত হয়ে ঘুড়ি উৎসব পালন করে
। ঈগল, প্রজাপতি, পক্সিখরাজ, চুড়িদার, গাহেলদার, কাউঠাদার, চোখদার, চাঁনদার, ঘর গুড্ডি, বাঙ গুড্ডি, কয়রা সহ নানারকমের ঘুড়ি উড়ানোতে মুখরিত হয়ে উঠে মাঠ প্রাঙ্গণ। উড়ন্ত ঘুড়ি কাটা কাটি ও সর্বচ্চ উচ্চতায় উড়ানো বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। ঘুড়ি উৎসব উদযাপনে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) অমিত দেবনাথ, ঘুড়ি উৎসব উদযাপন কমিটির সভাপতি আল মুজাহিদ হোসেন তুষার প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন