রবিবার, ২ এপ্রিল, ২০১৭

নরসিংদীতে পবিত্র কোরআন শরীফ অবমাননা করায় আলোকবালী এলাকাজুড়ে চাপা ক্ষোভ


নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাধনগর গ্রামে পবিত্র কোরআনকে অবমাননা করায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এর পরিপেক্ষিতে এলাকাবাসীসহ বিক্ষোভ ও দোষীদের শাস্তির দাবিতে নরসিংদী পুলিশ সুপারের নিকট স্মারক লিপি প্রদান করলেও এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে নি।

এলাকাবাসী জানায়, হিরন,রাজ্জাক নামের দুই ব্যক্তি পবিত্র কোরআন শরীফের উপর মলত্যাগ করে। এসময় এলাকাবাসী তাদের আটক করে স্থানীয় ইউপি সদস্যের হাতে তুলে দেয়। পরে মেম্বারের নেতৃত্বে তাদের ছেড়ে দেয়া হয়।

এ নিয়ে এলাাবাসী ও স্থানীয় মেম্বারে মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্ঠান্তমুলক বিচার দাবি জানান এলাকাবাসী।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন