নরসিংদীর মনোহরদী পৌর মেয়রের বড় ভাই মামুন গাজা ও ইয়াবাসহ গ্রেফতার
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_VpCH-8_v99EuyHh3Lg-kOWtwLlEqKUux2sTfKm1yrcNAcOBTlKNCodRmWNbwk2Db7s2M5xAOdpSkhNFZShqhyu30KFEluU56DHJsR0ley2oOpN2yJjB96NwBRpZpq9M5HGhoq04LpZA/s320/201704281119559804monohordi1515415newssomoy.jpg)
মনোহরদী সংবাদদাতাঃ
নরসিংদী মনোহরদী
পৌরসভার মেয়রের ভাই মামুনুর রশিদ মামুন গাজাসহ গ্রেফতার হয়ে কারাগারে আছেন।
বুধবার বিকেলে তাকে মনোহরদী পৌর এলাকার হেকিম বাড়ির উত্তর পাশে একটি
নির্জন বাশ ঝাড়ের ভিতর থেকে ইয়াবা সেবন কালে অপর এক সহযোগীসহ গ্রেফতার করা
হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ১০০ গ্রাম গাজা পাওয়া যায় বলে জনিয়েছে
পুলিশ।
গ্রেফতারকৃত মামুন(৩৫) মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ
সুজনের বড় ভাই। অপর সহযোগী হারিয়াস মান্নান জুটন(৩০) পৌর এলাকার ৭নং ওয়ার্ড
বাসিন্দা অব্দুল মান্নানের ছেলে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা সাইফুর ফরাজী জানান, একটি নির্জন বাশ ঝাড়ের ভিতর মাদকদ্রব্য সেবন
কালে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের তল্লাশী করে ১০০ গ্রাম গাজা ও ৪
পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মাদক দ্রব্য সেবন ও বহনের অপরাধে তাদের কে
মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন